বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

রামনবমীর শোভাযাত্রায় পাশাপাশি পাপিয়া-রাজু

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভোট আবহের মধ্যেই উত্তরবঙ্গজুড়ে সাড়ম্বরে পালিত হল রামনবমী। তাতে মিশে গেল নানা রং। শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ ও বিজেপি প্রার্থী রাজু বিস্তা। বুধবার সকালে বাগডোগরায় বাড়ির মন্দিরে পুজো দিয়ে শহরের চম্পাসারিতে ও মাল্লাগুড়িতে পরপর তিনটি হনুমান মন্দিরে পুজো দেন সভানেত্রী। গান্ধীচকে গিয়ে দলীয় কর্মীদের জলসত্র শিবিরে হাজির হলে সেখানে একটি পদযাত্রা আসে। তাতে বিজেপির দার্জিলিং কেন্দ্রের প্রার্থী রাজু বিস্তা, স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন। সেই মিছিলেই শামিল হন তৃণমূল জেলা সভানেত্রী। মিছিলে বিজেপি প্রার্থী ও তৃণমূলের জেলা সভানেত্রী পাশাপাশি হাঁটায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও রামনবমীর শোভাযাত্রায় হেঁটেছেন। হিন্দি হাইস্কুলে ছিল ঢালাও খিচুরি খাওনোর ব্যবস্থা। 
তৃণমূলের জেলা সভানেত্রী বলেন, একটি মন্দির কমিটির আমন্ত্রণে ওই মিছিলে শামিল হই। সেখানে বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। শুভেচ্ছা বিনিময় করেছি। বিজেপি প্রার্থী বলেন, ভগবান রামকে নিয়ে কোনও রাজনীতি নেই। দেরিতে হলেও তৃণমূল রামের মাহাত্ম্য বুঝতে পেরেছে। তৃণমূলের নেত্রীও পদযাত্রায় হেঁটেছেন। 
এদিকে, মাটিগাড়া, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, বিধাননগরে রামনবমীর শোভাযাত্রা বের হয়। নকশালবাড়িতে ৫০ হাজার মানুষ নিয়ে শোভাযাত্রা হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যরা তাতে পা মেলান। মিছলে শহর ও গ্রামে তীব্র যানজট হয়। কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় পুলিস। 
এদিকে জলপাইগুড়ি শহরে রামনবমীর শোভাযাত্রায় ছোট বড় সকলে শামিল হন। হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রামে শোভাযাত্রা হয়। মিছিলে হাঁটেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। ধূপগুড়িতেও কয়েক হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। বাড়ি বাড়ি প্রচার সাড়েন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।   

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ