বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

রামনবমীতে শ্রীরামের মূর্তি স্থাপন প্রশান্তর 

সংবাদদাতা, গঙ্গারামপুর: রামনবমীতে গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকার মন্দিরে রামমূর্তি স্থাপন করলেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। রাম কোনও রাজনৈতিক দলের নয়- এই বার্তা শহরের মানুষের কাছে পৌঁছে দিতে রামনবমীর দিন শহরের একাধিক জায়গায় শামিল হন মানুষ। শহরের কাঠগোলা, আউট কলোনি এলাকায় রামের মূর্তিতে মাল্যদান করে পুজো করতে দেখা যায় চেয়ারম্যানকে। সাহাপাড়া থেকে নিউ মার্কেট আশ্রম ঘাট পর্যন্ত প্রভাত ফেরি হয়। সেখানে অংশ নেন শহরবাসী। 
রাম নবমীকে নিয়ে বিজেপি যেভাবে রাজনীতি করছে, তাতে তৃণমূলও পিছিয়ে থাকতে নারাজ জোড়াফুল।  জানা গিয়েছে, এবার তৃণমূল কংগ্রেসের তরফেও রামনবমীর দিন শোভাযাত্রা করার নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। লোকসভা নির্বাচনে হিন্দু-ভোট শক্তিশালী করতে তৃণমূল নেতৃত্ব জেলায় রামনবমীর শোভাযাত্রা আয়োজন করে। পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, প্রভু রাম কোনও রাজনৈতিক দলের নয়। সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে রাম পুরুষোত্তম। বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে। আমরা শ্রদ্ধা করি। এটাই আমাদের আর বিজেপির মধ্যে পার্থক্য। আমি নিজে আজকে শহরের একাধিক রাম মন্দিরে গিয়েছি। যেখানে রামনবমী পালন হয়েছে, সেখানে গিয়ে শ্রদ্ধার সঙ্গে পুজো করেছি। উদ্যোক্তাদের উৎসাহিত করেছি। 
চেয়ারম্যানের দাবি, তৃণমূল কখনোই রামের বিরোধী নয়। রাম আমাদের মনে থাকে। আমরা স্লোগান দিয়ে রামকে রাজনীতির আঙিনায় আনি না।  ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি। 
জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর প্রশ্ন, লোকসভা নির্বাচনের মুখে প্রভু রামের কথা তৃণমূলীদের কেন মনে পড়ল? তাঁর দাবি, আমরা প্রত্যেক বছর রামনবমী পালন করি। ভোটের আগে তৃণমূল এখন রামের গুণগান করছে।  নিজস্ব চিত্র।

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ