বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

রামনবমীতে শোভাযাত্রা ইসলামপুরে কানাইয়াকে প্রণাম বিজেপি প্রার্থীর

কাজল মণ্ডল, ইসলামপুর: প্রচারের তপ্ত পরিবেশের মাঝে একটু ঠাণ্ডা বাতাস। ইসলামপুরে রামনবমীর শোভাযাত্রায় শাসক-বিরোধী শিবিরের রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশ নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের পা ছুঁয়ে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেল। তবে, প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার ডিজে বাজলেও আয়োজক বিশ্বহিন্দু পরিষদ সেই অভিযোগ মানতে নারাজ।
বুধবার ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি এলাকার সূর্যসেন স্পোর্টিং ক্লাবে পুজো শেষে বেলা ১১ টা নাগাদ শোভাযাত্রা বের হয়। পুজোর সময় থেকেই উপস্থিত ছিলেন রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল। আবার পুরাতন বাস স্টপ এলাকায় তৃণমূলের বিধায়ক আব্দুল করিম চৌধুরী পার্টি অফিসের সামনে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কার্তিকবাবু সেখানে পৌঁছতেই করিমের পা ছুঁয়ে প্রণাম করেন ও শুভেচ্ছা জানান। করিম তখন এক গ্লাস জল তুলে দেন বিজেপি প্রার্থীর হাতে। তৃষ্ণা মেটার পর ফের শোভাযাত্রায় হাঁটতে চলে গেলেন কার্তিক। করিমের মন্তব্য, ইসলামপুরের সম্প্রীতি রক্ষা করাই আমাদের কর্তব্য। আমরা সব ধর্মকেই সম্মান করি। সেজন্য প্রতিবছর শেভাযাত্রায় জলপানের ব্যবস্থা করি। কার্তিকবাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
বাস টার্মিনাস সংলগ্ন পার্টি অফিসের সামনে নেতৃত্বের সঙ্গে বসে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কার্তিক সেখানে পৌঁছে পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূল জেলা সভাপতিকে। বিজেপি প্রার্থীর সামান্য পিছনেই ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের প্রান্তীয় সহ সম্পাদক গৌরাঙ্গ তলাপাত্র। তাঁকে করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা জানান কানাইয়া। তারপর অল্প সময়ের জন্য মিছিলেও হাঁটেন তৃণমূল জেলা সভাপতি।
এপ্রসঙ্গে কার্তিক বলেন, শুভদিনে রাজনীতি নয়। আমি একজন রামভক্ত হিসেবে অংশ নিয়েছি। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে শুভচ্ছো জানাচ্ছি। কার্তিক পালের প্রণাম করা প্রসঙ্গে কানাইয়া বলেন, আজকের দিনে অনেকেই প্রণাম করেন। কার্তিকবাবু সাধারণ মানুষ হিসেবে প্রণাম করেছেন। নির্বাচনের আগে বিজেপি কি রামনবমীকে হাতিয়ার করছে? এই প্রসঙ্গে কানাইয়ার মন্তব্য, বিজেপি হাতিয়ার করছে বলেই প্রার্থী সঙ্গে আছেন। তবে নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না।
ইসলামপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপার কথায়, রামনবমীর শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। 
অন্যদিকে, ডালখোলায় রামনবমী উদযাপন কমিটি এবছর আয়োজন না করলেও সাধারণ মানুষ একত্রিত হয়ে শোভাযাত্রা করেছেন।  নিজস্ব চিত্র

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ