বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বন্ধু খুনে যুবকের যাবজ্জীবন

সংবাদদাতা, জলপাইগুড়ি: বন্ধুকে খুনে দোষী সাব্যস্ত বাসুদেব বর্মন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল জলপাইগুড়ি জেলা আদালত। মঙ্গলবার জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্থ কোর্টের বিচারক রিন্টু সুর এই সাজা শোনানোর পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানান সহকারী সরকারি আইনজীবী বিশ্বরূপ রায়। 
সহকারী সরকারি আইনজীবী জানান, ২০০৯ সালের এপ্রিল মাসের ২ তারিখ  ধূপগুড়ি ব্লকের গাদং  পঞ্চায়েতের কাজিপাড়ায় স্থানীয় বাসিন্দা ২২ বছরের যুবক দুর্লভ বর্মনের মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃতের গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল। ওই দিনই মৃত যুবকের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ধূপগুড়ি থানার পুলিস। তদন্তে পুলিস জানতে পারে, দুর্লভ ও বাসুদেব দুই বন্ধু ছিল। ঘটনার দিন বাসুদেবকে নিয়ে দুর্লভ একটি মোবাইল ফোন কেনার জন্য ধূপগুড়ি শহরে গিয়েছিল। কিন্তু ওই দিন বাড়ি না ফেরায় পরিবার বিভিন্ন জায়াগায় খোঁজ নিয়েও দুর্লভের হদিশ পায়নি। পরদিন বাসুদেবের বাড়ি থেকে কিছুটা দূরে একটি কুমড়ো খেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিস। তদন্তে পুলিস জানতে পারে, মোবাইল কেনার জন্য বাড়ি থেকে বের হলেও বাসুদেব দুর্লভকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি শহরে না গিয়ে, কালীরহাটে  একটি মেলায় যায়। এরপরই এলাকায় এসে বাড়ি সামনে থাকা কুমড়ো খেত নিয়ে গিয়ে দূর্লভকে খুন করে বাসুদেব। খুনের জায়গা থেকে উদ্ধার হয় ধারলো অস্ত্র। সমস্ত তথ্য প্রমাণ নিয়ে পুলিস বাসুদেবকে গ্রেপ্তার করে। কিন্তু এতদিন সে জামিনে মুক্ত থাকলেও এই মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও সমস্ত তথ্য প্রমাণের সঙ্গে মঙ্গলবার আদালত বাসুদেব বর্মনকে দোষী সাবস্ত করে বলে জানান বিশ্বরূপ রায়।

17th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ