বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

পাহাড় ও শিলিগুড়িতে ভারী শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল সিকিমের আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আট জেলায় এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাব থাকবে। বুধবারই তার ট্রেলার দেখল উত্তরবঙ্গ। দার্জিলিং পাহাড়ের পাশাপাশি শিলিগুড়ি শহরেও বিকেল থেকে শিলাবৃষ্টি চলে।
সিকিমের আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ গোপীনাথ রাহা বলেন, ওই নিম্নচাপ অক্ষরেখার জেরে গত কয়েকদিনে বাতাসের উপরিভাগে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে মেঘ সৃষ্টি হয়েছে। কয়েকদিন পাহাড় ও সমতলে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার জেরে বুধবার সকাল থেকে দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। দুপুর তিনটে থেকে দার্জিলিং শহরের চকবাজার, সুখিয়াপোখরি, ঘুম, মানেভঞ্জন, সীমানা এলাকায় মাঝারিমাপের শিলাবৃষ্টি হয়। সন্ধ্যায় শিলিগুড়ির সেবক রোড, একটিয়াশাল, মহাকালপল্লি, দশরথপল্লি এলাকায় শিলাবৃষ্টি হয়। পাশাপাশি এদিন শিলিগুড়ি ও সংলগ্ন মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি এলাকায় সাময়িক ঝোড়ো হাওয়া হয়েছে। ওই নিম্নচাপ অক্ষরেখার জেরে কয়েকদিন দার্জিলিং পাহাড়ের উপরিভাগ সান্দাকফু সহ অন্যান্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বুধবার দার্জিলিংয়ের সান্দাকফুতে ভারী শিলাবৃষ্টি হলেও তুষারপাতের খবর পাওয়া যায়নি। যদিও সিকিমের ছাঙ্গু , নাথুলা সহ একাধিক এলাকায় তুষারপাত হয়েছে। আলিপুরদুয়ার থেকে গ্যাংটকের ছাঙ্গুতে বেড়াতে আসা তারক ভৌমিক, সুমন সেনগুপ্ত বলেন, অসময়ে এই ভারী তুষারপাত দেখতে পাব, কল্পনাই করতে পারিনি। দিনভর আমরা তুষারপাতের আনন্দ নিয়েছি। ভোটের আগে যা আরও পর্যটকদের পাহাড়মুখী করছে।  দার্জিলিংয়ে শিলাবৃষ্টি। নিজস্ব চিত্র

11th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ