বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ির শহরাঞ্চলে মশার উপদ্রব, প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের

সংবাদদাতা, জলপাইগুড়ি: মশার উপদ্রবে নাজেহাল অবস্থা জলপাইগুড়ির বাসিন্দাদের। সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় মশার উপদ্রব। শহরবাসীর অভিযোগ, মশা প্রতিরোধে তেল ছড়ানো থেকে শুরু করে ফগিং করার মতো যেসমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার কোনওটাই সেই অর্থে করছে না পুরসভা। যে কারণেই এই পরিস্থিতি। যদিও পুরসভার বক্তব্য, প্রতিটি ওয়ার্ডে মশার তেল ছড়ানো হচ্ছে। তবে ফগিং বন্ধ আছে। 
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই মশার উপদ্রব বেড়েছে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে‌ই। শহরের পান্ডাপাড়ার বাসিন্দা রমেশ রায় বলেন, বাড়ির বাইরে তো বটেই, ঘরের ভিতরেও মশার উপদ্রবে থাকা যাচ্ছে না। গতবছর এই সময় এতটা মশা ছিল না। যা এবার দেখা যাচ্ছে। একই বক্তব্য অরবিন্দনগরের বাসিন্দা মাধবী সরকারের। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হচ্ছে। অথচ মশা প্রতিরোধে তেমন কোনও পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না পুরসভার। 
পুরসভা এলাকার কিছু ওয়ার্ডে তেল ছড়ানো হলেও, সেই অর্থে মশা নিধনে কাজ লক্ষ্য করা যায়নি। পুরসভার বিরোধী দলের কাউন্সিলার অম্লান মুন্সি বলেন, প্রতিটি ওয়ার্ডে মশা মারার তেল দেওয়া হচ্ছে না। এর জন্য ওয়ার্ডের কাউন্সিলারের পাশাপাশি পুরসভাকেও এই কাজে নামতে হবে ধারাবাহিক ভাবে। মশার তেলের পাশাপাশি প্রয়োজন ফগিং করার, যা করা হচ্ছে না। 
পুরসভা সূত্রের খবর, ফগিং সহ মশা মারার তেলের স্প্রে মেশিন খারাপ হয়ে আছে। যেকারণে প্রায় ৫০টি স্প্রে মেশিন আনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। যার মধ্যে কিছু মেশিন ওয়ার্ডগুলিতে বণ্টন করা হবে। 
পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, মশার অত্যাচার বেড়েছে এটা ঠিক কথা। তবে ওয়ার্ডগুলিতে তেল স্প্রে করা হচ্ছে। আরও বেশি মাত্রায় যাতে ওই কাজ করা হয়, সেদিকে নজর রাখা হবে। 

29th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ