বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

আগ্নেয়াস্ত্র সহ
শীতলকুচিতে গ্রেপ্তার যুবক

সংবাদদাতা, মাথাভাঙা: শীতলকুচিতে দুই পাচারকারী গোষ্ঠীর প্রকাশ্যে গুলি চালানো সহ বোমাবাজির ঘটনায় আরও এক যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে বৃহস্পতিবার মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। শীতলকুচি থানার পুলিস জানিয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি অগ্নেয়াস্ত্র। পুলিসের দাবি, বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। 
গত ফেব্রুয়ারি মাসে শীতলকুচির বড় মরিচা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় দুই পাচারকারী গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলি লেগে আহত হয়েছিলেন পথচারী এক যুবক। ওই ঘটনায় এরআগে দফায় দফায় অভিযান চালিয়ে পুলিস ছ’জনকে গ্রেপ্তার করেছে। এদিকে, গত সপ্তাহে ঘটনায় জড়িত লাল মিঁয়াকে ধরতে গেলে পুলিসকে লক্ষ্য করে সে গুলি চালিয়েছিল। পুলিস ওই রাতে পাল্টা গুলি চালালেও পালিয়ে যায় লাল মিঁয়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে গুলি চালানোর ঘটনায় জড়িত মিরাজ মিঁয়াকে বুধবার শীতলকুচি কলেজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শীতলকুচি থানার পুলিসের দাবি, মিরাজও সীমান্তে চোরা কারবারের সঙ্গে যুক্ত। মিরাজ নির্দিষ্ট কোনও গোষ্ঠীর হয়ে কাজ করে না। যখন যে ডাকে, তার সঙ্গে কাজ করে। দুই গোষ্ঠীর গুলি চালানোর দিনেও সে ঘটনাস্থলে ছিল। কার হয়ে সেখানে এসেছিল, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। অন্যদিকে, লাল মিঁয়া পুলিসকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার সময়ে তার সঙ্গী কে ছিল, সেটাও এখনও পুলিস জানতে পারেনি। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে। লাল মিঁয়ার সঙ্গে সেই রাতে মিরাজও থাকতে পারে বলে পুলিসের সন্দেহ। পাচারকারীদের একাংশের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের ও পুলিস প্রশাসনের একাংশের সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে বারবার। সীমান্ত লাগোয়া লালবাজার, গোলেনাওহাটিতে পাচারকারীদের সঙ্গে গোরু পাচার চক্রের যোগ রয়েছে। মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অমিত ভার্মা বলেন, শীতলকুচি থেকে মিরাজ মিঁয়া নামে এক যুবককে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা কার্তুজ পাওয়া গিয়েছে।

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ