বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

নাবালিকা ধর্ষণকাণ্ডে তৃণমূল নেতার জেল

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের দায়ে তৃণমূল কংগ্রেস নেতাকে সাত বছরের কারাদণ্ড দিল রায়গঞ্জ জেলা আদালত। মামলা রুজুর ১৯ বছর পর বুধবার এই রায় ঘোষণা করেছেন রায়গঞ্জ জেলা আদালতের বিচারক বসন্ত শর্মা। দোষী তৃণমূল নেতা সৌরভ আলি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের গ্রাম পঞ্চায়েত সদস্য। এলাকায় এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ বলেই সে পরিচিত। যদিও তৃণমূল কংগ্রেস আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। 
সরকারি আইনজীবী অমিত দে সরকার বলেন, দোষী সাব্যস্ত সৌরভ আলিকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় তিন বছরের সাজা এবং ২০০০ টাকা জরিমানা, ৩৬৬ ‘এ’ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা ও ৩৭৬ ধারায় সাত বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি সাজা একসঙ্গে চলবে।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর হেমতাবাদের কাশীপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল। অভিযোগ, ওই সময় ১৪ বছরের নাবালিকা ছাত্রীকে স্কুলের গেটের সামনে থেকে মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় সৌরভ আলি। হেমতাবাদ থেকে নাবালিকা ছাত্রীকে অপহরণ করে প্রথমে কালিয়াগঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতাতে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে ওই নাবালিকাকে টানা পাঁচ দিন আটকে রেখে বারবার ধর্ষণ করে। এদিকে মেয়ে স্কুল থেকে না ফেরায় হেমতাবাদ থানায় মিসিং ডায়েরি করে নাবালিকার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। মামলা চলাকালীন প্রথম দিকে সৌরভ আলি একবার গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়ে যায়। সৌরভ আলির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ এনে পুলিস তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয়। এই মামলায় অভিযোগকারীর পক্ষে মোট নয় জন সাক্ষী সাক্ষ্য দান করেন।  দুই পক্ষের বয়ান শোনার পর সৌরভ আলিকে ফাস্ট ট্র্যাক কোর্টে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা ঘোষণা করেন বিচারক।  
এদিন সৌরভ আলিকে আদালতে তোলার সময় পুলিসের উপস্থিতি সত্ত্বেও তার অনুগামীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। সংবাদমাধ্যমকে ছবি তুলতেও বাধা দেওয়া হয়। তবে সাজাপ্রাপ্ত নেতার পাশে না দাঁড়িয়ে আদালতের রায়কেই শিরোধার্য করে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল বলেন, কেউ পাপ করে থাকলে সাজা ভোগ করতেই হবে। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ