বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

প্রাণসাগরে নির্ধারিত দিনে হয়নি ‘ড্র’
লটারির পুরস্কারের গাড়িতে আগুন

সংবাদদাতা, গঙ্গারামপুর: নির্ধারিত দিনে খেলা না হওয়ায় মঙ্গলবার রাতে গঙ্গারামপুরের প্রাণসাগরে ক্ষুব্ধ জনতা লটারির প্রাইজের জন্য রাখা ছোট গাড়ি পুড়িয়ে দিল। পাশাপাশি ব্যাপক বিক্ষোভও দেখানো হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে লটারি পরিচালনার দায়িত্বে থাকা এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সারোয়ার মণ্ডল। তাঁর বাড়ি ওই এলাকাতেই।  স্থনীয় কয়েকজন এই লটারির উদ্যোক্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন মাস ধরে শুধু গঙ্গারামপুর নয়,  জেলার বিভিন্ন এলাকায় গিয়ে লটারি পরিচালনার দায়িত্বে থাকা যুবকরা ছোট গাড়িটি দেখিয়ে টিকিট বিক্রি করতেন। টিকিটের মূল্য ১০০ টাকা। পুরস্কার হিসেবে তিনটি ছোট গাড়ি, একটি টোটো, চারটি মোটর বাইক সহ শতাধিক আকর্ষণীয় পুরস্কার তালিকায় রয়েছে। মঙ্গলবার লটারির ড্র’ এর দিন নির্ধারিত ছিল। কিন্তু অভিযোগ, সন্ধ্যা গড়িয়ে গেলেও লটারি খেলা আয়োজনের কোনও প্রস্তুতিই ছিল না। আয়োজকরা জানায়, টিকিট বিক্রি না হওয়ায় খেলার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কবে খেলা হবে তা নিয়েও আয়োজকরা কিছু বলতে পারেনি। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুরস্কারের জন্য রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিস প্রাণসাগর হাটখোলায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ছোট গাড়ির আগুন নেভাতে গঙ্গারামপুর থেকে দমকল ডাকে পুলিস। যদিও এনিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিস অবশ্য পাঁচ জনের নামে সুয়োমোটো মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন পুলিস ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিস। 
গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুর প্রাণসাগর হাটখোলা এলাকায় বেসরকারি লটারি খেলা না হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একটি ছোট গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা গাড়িটি উদ্ধার করে নিয়ে এসেছি। লটারি খেলার কোনও বৈধ কাগজ ছিল না। আমরা আগে থেকে কোনও অভিযোগ পাইনি। পুলিসের তরফে সুয়োমোটো মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ