বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

ফুলহরের ভাঙনে শঙ্কায় বাসিন্দারা

সংবাদদাতা, মালদহ: মানিকচকের শঙ্করটোলায় ফুলহার নদীর ভাঙনে ফের বাড়ি ছাড়তে হতে পারে বলে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভাঙনের কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন ভূতনি সেতুকে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোখার কাজ ফলপ্রসূ হচ্ছে না। এদিকে ভাঙন প্রতিরোধের কাজ নিম্নমানের হচ্ছে বলে আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি ও সিপিএম।
উল্লেখ্য, বুধবার রাতে আচমকাই ভাঙন শুরু হয় মানিকচকের মথুরাপুর এলাকার শঙ্করটোলায়। ফুলহার নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বাঁধের ২৫ মিটার অংশ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ১০০ মিটার এলাকা জুড়ে ভাঙন হয়েছিল। স্থানীয় বাসিন্দা প্রদীপ মিশ্র, চন্দন মণ্ডল প্রমুখ বলেন, পরিস্থিতি ভালো নয়। মনে হচ্ছে আবার বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে। নদীতে প্রবল স্রোত রয়েছে। আমাদের আশঙ্কা নদী তলায় মাটি কাটছে। যেকোনও মুহূর্তে বসে যাবে ফুলহার নদীর বাঁধ। ২০১৯ সালে ভূতনি ব্রিজ তৈরির কাজ শেষ হওয়ার পরেই ভাঙন দেখা যায়। জল ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে প্রবল বেগে বিপরীতমুখী স্রোতে পরিণত হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা আশার আলো দেখছি না। যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখেন স্থানীয় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বলেন, সবরকম চেষ্টা চালাচ্ছে সেচদপ্তর। আশা করি পরিস্থিতির উন্নতি হবে। জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার বিপ্লব রায় বলেন, আমরা কাজ শুরু করেছি।

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ