বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

কারা ফেস্টুন ঝোলালো খুঁজতে নেওয়া হয়েছে পুলিসের সাহায্য
নান্টু ইস্যু নিয়ে ফাঁপরে তৃণমূল

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলার নান্টু পাল ও তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পালকে দলে নেওয়া যাবে না জানিয়ে কে বা কারা দলের প্রতীক দিয়ে জেলা কমিটির নামে ফেস্টুন ঝুলিয়েছে তা খুঁজে বের করতে মরিয়া দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরে কয়েকটি জায়গায় ওরকম ফেস্টুন সকলের নজরে পড়ে। তৃণমূলের ঝাণ্ডার রং ও প্রতীক ব্যবহার করে জেলা তৃণমূল কংগ্রেসের নাম তাতে ছিল। ওই ব্যানারে লেখা ছিল— গদ্দার নান্টু পাল ও মঞ্জুশ্রী পালকে দলে আর না, আর না। 
ওই ফেস্টুন নিয়ে জেলা তৃণমূলে তোলপাড় হচ্ছে। কারণ জেলা তৃণমূল (সমতল) সভানেত্রী পাপিয়া ঘোষ ঘটনার প্রথম দিনই জানিয়েছিলেন, কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার জন্যই এ কাজ করেছে। দলের যে বা যারা ওই কাজ করেছেন তাদের খুঁজে বের করে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 
নান্টু পালের প্রতিদ্বন্দ্বী ধরে নিয়ে এক-দু’জন প্রথম সারির নেতাকে দলের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে প্রথম থেকেই সন্দেহ দানা বেঁধেছে। সভানেত্রীর বক্তব্য শুনে এ নিয়ে দলের অন্দরে জোর চর্চা চলছে। বৃহস্পতিবার পাপিয়া বলেন, কিছু সূত্রের ভিত্তিতে আমাদের খোঁজখবর চলছে। পাশাপাশি পুলিসের রিপোর্টের অপেক্ষায় আছি। পুলিস কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। পুলিস নিজেদের মতো করে তদন্ত করছে। পুলিসের রিপোর্ট পাওয়ার পর আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। কারণ ব্যক্তিগত স্বার্থে কেউ এভাবে দলকে ব্যবহার করতে পারে না। এ ধরনের ঘটনা প্রশ্রয় দেওয়া হলে আগামীদিনে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। 
এদিকে নান্টু পালকে দলে নেওয়া হবে কি হবে না, এ ব্যাপারে কিন্তু দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট কোনও মতামত জানাতে পারছে না। পাপিয়াদেবী বলেন, নান্টু পাল বা তাঁর স্ত্রী কেউই এখনও পর্যন্ত আমাদের কাছে তৃণমূলে যোগদানের জন্য আবেদন জানাননি। কাজেই তাঁদের দলে নেওয়া বা না নেওয়ার ব্যাপারে আলোচনাও হয়নি। তার পরেও কেন এ ধরনের ফেস্টুন, আমরা সেটাই খুঁজে দেখছি। 

3rd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ