বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

১০০টি প্রাথমিক স্কুলে কামতাপুরী ভাষায়
পঠনপাঠন চালুর জন্য দ্রুত সমীক্ষার দাবি

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের চার জেলায় রাজবংশী ভাষায় ২০০টি ও কামতাপুরী ভাষায় ১০০টি প্রাথমিক স্কুলে পঠনপাঠন হবে বলে রাজ্য সরকার অনেক আগেই ঘোষণা করেছিল। কামতাপুরী ভাষা অ্যাকাডেমি সূত্রে খবর, এরমধ্যে রাজবংশী ভাষায় পঠনপাঠনের জন্য ২০০টি স্কুলে সমীক্ষা ও পরিদর্শনের কাজ শেষ হয়েছে। কিন্তু কামতাপুরী ভাষার জন্য ঘোষিত ১০০টি স্কুলের মধ্যে মাত্র দু’টি স্কুলে স্কুলের সমীক্ষা ও পরিদর্শনের কাজ হয়েছে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময় উত্তরবঙ্গ কামতাপুরী টিচার্স অ্যাসোসিয়েশন, কামতাপুরী ভাষার জন্য বাকি ৯৮টি স্কুলে দ্রুত এই সমীক্ষা ও পরিদর্শনের দাবি তুলেছে। উত্তরবঙ্গ কামতাপুরী টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত রায় বলেন, আমরা সংগঠনের তরফ থেকে কামতাপুরী ভাষায় পঠনপাঠনের জন্য বাকি ৯৮টি প্রাথমিক স্কুলের সমীক্ষা ও পরিদর্শনের কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা ও আস্থা আছে। আশা করছি, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ ঘুরে যাওয়ার পরই ওই ৯৮টি স্কুলের পরিদর্শন ও সমীক্ষার কাজ শেষ হবে।কামতাপুরী ভাষা অ্যকাডেমির সদস্য তথা তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রসেনজিৎ রায় বলেন, ভাষার বিকাশের জন্য আমাদের সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। আশা করছি রাজ্য সরকারের উদ্যোগে দ্রুত কামতাপুরী ভাষায় পঠনপাঠনের জন্য বাকি ৯৮টি স্কুলের সমীক্ষা ও পরিদর্শনের কাজ শেষ হবে। কামতাপুরী ভাষায় উত্তরের চার জেলায় ১০০টি প্রাথমিক স্কুলের মধ্যে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে দু’টি প্রাথমিক স্কুলে সমীক্ষা ও পরিদর্শনের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। বাকি ৯৮টি স্কুলে এই কাজ শুরু করার দাবিতে জেলায় জেলায় জেলাশাসকদের মাধ্যমে বিকাশ ভবনে স্মারকলিপিও দেওয়া হয়েছে।  কামতাপুরী ভাষা অ্যাকাডেমির সদস্য প্রসেনজিৎবাবু বলেন, রাজ্যের একাধিক মন্ত্রীর মাধ্যমেও বিষয়টি বিকাশ ভবনে জানানো হয়েছে। আশা করছি, নভেম্বরে স্কুল খুললে সরকারিভাবে দ্রুত এই সমীক্ষা ও পরিদর্শন হবে। উত্তববঙ্গের রাজবংশী সম্প্রদায় এলাকাগুলির প্রাথমিক স্কুলগুলিতে কামতাপুরী ও রাজবংশী ভাষায় পঠনপাঠনের দাবি দীর্ঘদিনের। রাজনৈতিক মহলের ধারণা, লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল থেকে সরে গিয়েছিল রাজবংশী ভোটব্যাঙ্ক। রাজবংশী ভোটব্যাঙ্ককে দলে টানতেই রাজ্য সরকার কামতাপুরী ও রাজবংশী ভাষায় পঠনপাঠনের দাবিকে মান্যতা দিয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজবংশী ভাষায় পঠনপাঠনের জন্য ঘোষিত স্কুলগুলির ইতিমধ্যেই সমীক্ষা হয়েছে। এবার কামতাপুরী ভাষার জন্য বাকি ৯৮টি স্কুলের সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা। 

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ