বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

উত্তরবঙ্গ মেডিক্যালে জ্বর-সর্দি
নিয়ে আরও ১৭ শিশু ভর্তি

সংবাদদাতা, শিলিগুড়ি: গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে আর শিশুমৃত্যুর ঘটনা ঘটেনি। এর পাশাপাশি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে শিশু ভর্তির  সংখ্যাও অনেকটা কমেছে। সবমিলিয়ে পরিস্থিতি এখন উদ্বেগজনক নয় বলেই জানিয়েছেন হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক। তিনি বলেন, গত তিন দিনে মোট তিনটি শিশু এখানে মারা গিয়েছে। তাদের প্রত্যেকেরই কোমর্বিটিডি থাকার পাশাপাশি অপুষ্টিজনিত সমস্যাও ছিল। আর ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে অপুষ্টি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের ভাইরাস সংক্রমণ হলে। এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে মোট ১৭ জন নতুন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে মাত্র সাত জনের জ্বর  রয়েছে। আর এই সাত জনের মধ্যে তিন জনই বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে এসেছে। শিশু বিভাগে এদিন মোট ৬৯ জন শিশু ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। 

26th     September,   2021
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ