বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

‘বন্ধু’ ইজরায়েলের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইনের পক্ষে ভোট দিল ভারত

নিউইয়র্ক, ১১ মে: বন্ধু দেশ ইজরায়েলকে চটিয়ে প্যালেস্তাইনেরই পাশে ভারত! নয়াদিল্লির এই নতুন পদক্ষেপে হতবাক তেল আভিভ। গতকাল, শুক্রবার প্যালেস্তাইনকে রাষ্ট্রসঙ্ঘে পূর্ণাঙ্গ সদস্য করার জন্য একটি খসড়া প্রস্তাব রাখা হয়। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় সেই খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল। যার পক্ষে ভোট দেয় ভারত। শুধু ভারতই নয়, মোট ১৪৩ টি দেশ সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আমেরিকা, ইজরায়েল সহ ৯ টি দেশ। ভোটদানে বিরত থাকে ২৫ টি দেশ। ওই খসড়া প্রস্তাবের পক্ষে অধিকাংশ দেশের সমর্থন থাকায় সেটি পাশ হয়ে যায়। যাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভপ্রকাশ করেন রাষ্ট্রসঙ্ঘে থাকা ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। এই ভোটদানের কড়া নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘের সনদ ছিঁড়ে ফেলেন তিনি। ইজরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে। আজকে রাষ্ট্রসঙ্ঘে যে অনৈতিক কাজ হল আমি চাই গোটা বিশ্ব তা মনে রাখুক। রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কত কথা বলা হয়। কত যুক্তি দেখানো হয়। কিন্তু আজ সেই সব কথা মিথ্যে হয়ে গেল। এমন একটা দেশকে সদস্যপদ দেওয়ার জন্য সমর্থন জানানো হল যারা সন্ত্রাসবাদকে মদত দেয়। জঙ্গিদের আশ্রয় দেয়।’ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় সেই খসড়া প্রস্তাব পাশ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ। এর আগেও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে প্যালেস্তাইনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। যা সে সময় ভেটো দিয়ে খারিজ করে দিয়েছিল আমেরিকা।

11th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ