বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মার্কিন সেনা ধর্ষণ করেছিল মাকে, ৮০ বছর পর জানালেন ফরাসি বৃদ্ধা

প্লাবেনেক: তরুণী কন্যাকে বাঁচাতে মার্কিন সেনাদের হাতে নৃশংস ধর্ষণের শিকার হয়েছিলেন এক মহিলা। তারপর কেটে গিয়েছে আশি বছর। সেদিনের সেই তরুণী এখন বৃদ্ধা। জীবনের শেষ প্রান্তে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাঁর মায়ের উপর সেই ভয়াবহ অত্যাচারের কথা জানালেন তিনি। মায়ের চিঠি পড়ে পুরো ঘটনার কথা তুলে ধরেন ওই ফরাসি মহিলা। 
 ১৯৪৪ সালের জুন মাস। ফ্রান্সের নর্ম্যান্ডিতে অবতরণ করে আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং ফরাসি সেনা।  ইউরোপ থেকে হিটলার বাহিনীকে মুছে ফেলতে তখন প্রস্তুতি চলছে। সেই সময় ব্রিটানির একটি গ্রামে পরিবারের সঙ্গে থাকতেন ১৯ বছরের এইমি দুপ্রে। মুক্তিদাতাদের দেখে উচ্ছ্বসিত গোটা পরিবার। কিন্তু কয়েক মাসের মধ্যেই আনন্দ পরিণত হল বিষাদে। বর্তমানে এইমির বয়স ৯৯। মায়ের লেখা চিঠি পড়তে গিয়ে গলা ভারি হয়ে আসে বৃদ্ধার। কী হয়েছিল সেদিন? এইমির মায়ের লেখা চিঠিতে সমস্তটাই স্পষ্ট। ১৯৪৪ সালের ১০ আগস্ট। মত্ত অবস্থায় এইমিদের বাড়িতে আসে দুই মার্কিন সেনা। কেউ কিছু করার আগেই এইমির বাবাকে গুলি করে হত্যা করে তারা। এরপর তরুণীর দিকে এগোতে থাকে অভিযুক্তরা। মেয়েকে বাঁচাতে নিজেকেই তাদের হাতে তুলে দেন তরুণীর মা এইমি হেলাউদেস হোনোর। চিঠি থেকে জানা যাচ্ছে, ওই মহিলাকে মাঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই দুই মার্কিন সেনা। প্রৌঢ়ার কথায়, ‘আমাকে বাঁচাতে গিয়ে মা নিজেকে উৎসর্গ করেন।’
এইমির ঘটনা একমাত্র ঘটনা নয়। ১৯৪৪ সালের অক্টোবর নর্ম্যান্ডি জয়ের পর ফরাসি মহিলাদের ধর্ষণের অভিযোগে ১৫২ জন সেনাকে কাঠগড়ায় তুলেছিল মার্কিন বাহিনী।

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ