বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

অস্ট্রেলিয়ায় মৃত ভারতীয় ছাত্র

মেলবোর্ন: ভাড়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন কয়েকজন ভারতীয় ছাত্র। মধ্যস্থতা করতে এগিয়ে যান আরও এক ভারতীয় ছাত্র নভজিৎ সান্ধু (২২)। বচসা চলাকালীন তাঁর বুকে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে মৃত্যু হয় এমটেক-এর ২২ বছর বয়সি ছাত্রটির। অস্ট্রেলিয়ার এই ঘটনায় দু’জন ভারতীয় বংশোদ্ভূত অভিযুক্তের খোঁজ করছে পুলিস। মৃতের কাকা যশবীর জানিয়েছেন, গত শনিবার এক বন্ধুর সঙ্গে তাঁর বাড়িতে গিয়েছিলেন নভজিৎ। বন্ধুটি বাড়িতে ঢোকার পর, চিৎকার-চেঁচামিচি কানে যায় নভজিতের। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়ি ভাড়া নিয়ে বচসা বেঁধেছে কয়েকজন ভারতীয় ছাত্রের মধ্যে। তাঁরাও নভজিতের মতোই হরিয়ানার বাসিন্দা। তখনই মধ্যস্থতার জন্য এগিয়ে যান তিনি। সে সময়ই তাঁর বুকে ছুরি ঢুকিয়ে দেন একজন। ঘটনায় আহত হন নভজিতের বন্ধুও। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় নভজিতের। আশঙ্কাজনক বন্ধু। রবিবার সকালে ঘটনাটি জানানো হয় পরিবারকে। অভিযুক্ত অভিজিৎ ও রবিন গার্টনের খোঁজ করছে পুলিস। কাকা জানিয়েছেন, অত্যন্ত মেধাবী  ছাত্র ছিলেন নভজিৎ। দেড় বছর আগে স্টাডি ভিসায় অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন।

7th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ