বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আটক পর্তুগিজ জাহাজের ১৬ ভারতীয় সহ সব নাবিককেই মুক্তি দিল ইরান

নয়াদিল্লি:  আটক পর্তুগিজ জাহাজের ২৫ নাবিককেই মুক্তি দিল ইরান। তাঁদের  ১৬ জন ভারতীয়। এর আগেই জাহাজের একমাত্র ভারতীয় মহিলা ক্যাডেট অ্যান টেসা জোসেফকে আগেই ছেড়ে দিয়েছিল তেহরান। তিনি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন।  জাহাজের বাকি নাবিকদের মুক্তির বিষয়টি ইতিমধ্যেই এস্তোনিয়ার বিদেশমন্ত্রী মারগাস টিশাঙ্কাকে ফোনে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহেইন। গত ১৩ এপ্রিল পণ্যবাহী ওই জাহাজটিকে ইরানের নৌবাহিনী আটক করে। ওই জাহাজের নাবিকদের মধ্যে ভারতীয়দের পাশাপাশি ফিলিপিনো, পাকিস্তানি, রাশিয়ান এবং এস্তোনিয়ার নাগরিকরাও ছিলেন। ইরান জানিয়েছিল, সে দেশের জলসীমায়  প্রবেশের জন্য এমএসসি এরিজকে আটক করা হয়েছে। এটি সম্পূর্ণ দেশীয় নিরাপত্তার বিষয়। পর্তুগালের পতাকা থাকলেও 
আদতে জাহাজটি ইজরায়েলের মালিকানাধীন।   পর্তুগালকে বিদেশমন্ত্রী আবদোল্লাহেইন জানিয়েছিলেন, মানবিকতার খাতিরেই জাহাজের সব ক্রু সদস্যকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। অবশেষে কথা রাখল ইরান। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ‘আমরা 
ওই ১৬ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের শারীরিক অবস্থা সন্তোষজনক। আমরা কনস্যুলার অ্যাকসেসও পেয়েছি। তাঁদের দেশে ফেরানোর ব্যাপারে ইরানের সঙ্গে কথাবার্তা চলছে।’

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ