বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বিপর্যয়ের মুখে ঋষি সুনাকের দল, টানা তিনবার জয়ের পথে লন্ডনের মেয়র সাদিক খান

লন্ডন: দলের অন্দরে তাঁর জনপ্রিয়তা ক্রমশই ফিঁকে হচ্ছে। আসন্ন সাধারণ নির্বাচনে জয়ের আশা প্রায় নেই বললেই চলে। এরইমধ্যে ফের বড়সড় ধাক্কা খেল  ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। বৃহস্পতিবার ছিল ব্রিটেনের স্থানীয় নির্বাচন। শুক্রবার ভোটগণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় গোটা ছবিটা। একাধিক কাউন্সিলে হারের মুখ দেখেছে কনজারভেটিভরা। অন্যদিকে, ইতিহাস ঘটিয়ে একের পর এক এলাকা দখল করেছেন লেবার পার্টির প্রার্থীরা। সব ঠিকঠাক থাকলে ফের লন্ডনের মেয়র হতে চলেছেন সাদিক খান। ২০১৬ সাল থেকে এই পদে রয়েছেন লেবার নেতা। সাদিকের কাছে বিপুল ভোটে হেরেছেন কনজারভেটিভ নেত্রী সুসান হল। ইতিমধ্যে লন্ডনে জয় ঘোষণা করেছে লেবার পার্টি। প্রসঙ্গত, এখন পর্যন্ত কোনও ব্যক্তি পর পর তিনবার লন্ডনের মেয়র নির্বাচিত হননি। রাজনৈতিক মহলের মতে, সাদিক হয়তো সেই রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি করবেন।
রাত পর্যন্ত অনুযায়ী, ১০৭টির মধ্যে ইতিমধ্যে ১০২টি কাউন্সিলের ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, ১০টি কাউন্সিলের সঙ্গে ৪০০-র বেশি কাউন্সিলারকে হারিয়েছে সুনাকের দল। শুরু থেকেই একাধিক আসনে পিছিয়ে ছিল কনজারভেটিভরা। ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। 

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ