বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধুতে বাস, মৃত ২০

পেশোয়ার: ভয়াবহ বাস দুর্ঘটনা পাকিস্তানে। কারাকোরাম পর্বত ঘেরা গিলগিট-বালটিস্তানে একটি যাত্রীবাহী বাস সিন্ধু নদে পড়ে গেলে মৃত্যু হয়েছে ২০ জনের। এছাড়াও জখম হয়েছে আরও ২১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কারাকোরাম হাইওয়েতে এই মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমাবেদনা জানিয়েছেন।
পুলিস জানিয়েছে, রাওয়ালপিন্ডি থেকে ৪৩ জন যাত্রী নিয়ে বাসটি গিলগিটের দিকে আসছিল। কারাকোরাম হাইওয়ের গুনার ফার্মের কাছে বাসের চালক একটি বাঁক নিতে যান। তখনই তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কয়েকবার পাল্টি খেয়ে বাসটি সিন্ধু নদে গিয়ে পড়ে। বাসটি একেবারেই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিস, উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্সে করে যাত্রীদের স্থানীয় চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গিলগিট-বালটিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী হাজি গুলবর খান আহতদের দেখতে হাসপাতালে যান।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ