বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আমেরিকায় গতির বলি গুজরাতের তিন মহিলা

নয়াদিল্লি: আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় এক ভয়াবহ দুর্ঘটনায় তিন ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে। তিনজনই গুজরাতের আনন্দের বাসিন্দা। তাঁদের নাম— রেখাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল ও মনীষাবেন প্যাটেল। মারাত্মক গতিতে থাকা এসইউভিটি দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিল কাউন্টিতে দুর্ঘটনার কবলে পরে। বেপরোয়া গতিতে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে সেটি রাস্তার সব লেন পেরিয়ে একটি বাঁধের গায়ে ধাক্কা খায়। এরপর শূন্যে কমপক্ষে ২০ ফুট লাফিয়ে সেটি সেতুর বিপরীত দিকের একটি গাছের উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। চিফ ডেপুটি করোনার মাইক এলিস একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, ‘এটা স্পষ্ট, গাড়িটির গতি ছিল নির্ধারিত সীমার থেকে অনেক বেশি।’ খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার দায়িত্বে থাকা দক্ষিণ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল, গ্রান্ট ফায়ার অ্যান্ড রেসকিউ ও গ্রিনভিল কাউন্টির একাধিক ইএমএস ইউনিট। দেখা যায়, গাড়িটি একটি গাছের গায়ে আটকে রয়েছে। এলিস জানিয়েছেন, ‘ভেবে দেখুন, কত বেশি গতিতে থাকলে কোনও গাড়ি রাস্তার ৪-৬ লেন টপকে প্রায় ২০ ফুট লাফিয়ে গাছের উপরে গিয়ে পড়তে পারে।’

28th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ