বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পাকিস্তানে ভূমিকম্পে   মৃত ১১
আফগানিস্তানে মৃত ২

ইসলামাবাদ: গতকালের ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে মোট ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশের পার্বত্য অঞ্চলে, মাটির ১৫০ কিমি গভীরে। এই ভূমিকম্পের প্রভাব পড়ে আফগানিস্তানের পড়শি দেশ পাকিস্তানেও। তীব্রতা বেশি থাকায় ভারতের রাজধানী দিল্লি, জম্মু ও কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় জোরদার কম্পন অনুভূত হয়। যদিও ভারতে এই ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তেমন বড় কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। তবে কম্পনের পর দিল্লির সাকোরপুর এলাকা থেকে একটি বহুতল হেলে পড়ার অভিযোগে ফোন করেন সেখানকার বাসিন্দারা। অন্যদিকে, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া এলাকায় এই ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন আরও ২জন। গতকাল ৪০ সেকেন্ডেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। আতঙ্কে বাড়ি ও বহুতল থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। যদিও গতকালের কম্পনের পর আর কোনও আফটার শক হয়নি।

22nd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ