বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

নেপালের সাধারণ নির্বাচনে এগিয়ে
প্রধানমন্ত্রী বাহাদুর দেউবার দল

 

কাঠমাণ্ডু: নেপালের সাধারণ নির্বাচনে এগিয়ে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার দল। গত রবিবার দেশের সংসদ ও সাতটি প্রাদেশিক বিধানসভায় একসঙ্গে ভোটগ্রহণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাতে বিরোধীদের পিছনে ফেলেছে দেউবার নেপালি কংগ্রেস। নির্বাচন কমিশন সূত্রে খবর, সাধারণ নির্বাচনে দাদেলধুরা আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৩৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা যুবনেতা সাগর ধাকলের ঝুলিতে গিয়েছে মাত্র ১ হাজার ৩০২টি ভোট। উল্লেখ্য, পাঁচ দশকের রাজনৈতিক জীবনে কোনও নির্বাচনে পরাজিত হননি দেউবা। রেকর্ড গড়ে এই নিয়ে সাতবার সাধারণ নির্বাচনে জয়ী হলেন পাঁচবারের প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে দেউবা-ধাকল লড়াই নিয়ে রাজনৈতিক চর্চা ছিল তুঙ্গে। পাঁচবছর আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের বিতর্ক সভায় প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েছিল পেশায় প্রযুক্তিবিদ ৩১ বছরের ওই তরুণ। তারপরই দেউবার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
কমিশন জানিয়েছেন, শাসক নেপালি কংগ্রেস ইতিমধ্যেই ১১টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ৪৬টি আসনে এগিয়ে। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল তিনটি আসন দখল করেছে। তারা এগিয়ে ৪২টি কেন্দ্রে। সদ্য তৈরি হওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র দল কাঠমাণ্ডু জেলায় তিনটি আসনে জয়ী হয়েছে। প্রসঙ্গত, প্রতিনিধি সভায় ২৭৫টি আসন রয়েছে। এরমধ্যে ১৬৫টিতে সরাসরি নির্বাচনের হয়।

24th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ