বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

করোনা মহামারীর সময় গুরুতর
অসুস্থ হয়েছিলেন কিম জং উন
চাঞ্চল্যকর তথ্য দিলেন বোন

পিয়ংইয়ং: কোভিডের দাপটের সময় গুরুতর অসুস্থ হয়েছিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। তাঁর বোন কিম ইয়ো জং এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সেই সময় (করোনা মহামারী) কিমের প্রবল জ্বর হয়েছিল।’ আর এই সংক্রমণের জন্য কিমের বোন দায়ী করেছেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকেই।
কিম ইয়ো জংয়ের অভিযোগ, দক্ষিণ কোরিয়াই সীমান্ত দিয়ে করোনা ভাইরাস সংক্রমিত পিয়ংইয়ং বিরোধী লিফলেটগুলি বেলুনের মাধ্যমে পাঠিয়েছিল। দক্ষিণ কোরিয়া যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। জানা গিয়েছে, উত্তর কোরিয়ায় কোভিড শনাক্তকরণের জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না। তাই, করোনায় আক্রান্তের সংখ্যার বদলে কতজনের জ্বর হয়েছে, সেই সংখ্যাই প্রকাশ করা হতো। কিম জন উনের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সব সময়েই গোপনীয়তা রক্ষা করে পিয়ংইয়ং। সেখানে স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের এক সভায় কিম ইয়ো জংয়ের এই মন্তব্য ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ বলেই মনে করা হচ্ছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-র মাধ্যমে বৃহস্পতিবার এই খবর সামনে আসায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। কিম ইয়ো জং জানিয়েছেন, দাদা প্রবল জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু, দেশবাসীর কথা ভেবে ঠিকমতো বিশ্রাম নেওয়ারও ফুরসত পাননি। প্রসঙ্গত, একাধিকবার কিম জং উনের অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছে। গত মাসে প্রায় ১৭ দিন তাঁকে সরকারি প্রচার মাধ্যমে দেখা যায়নি। তাঁর বোনের মন্তব্য থেকে স্পষ্ট হল, করোনা মহামারীর সময় কোরিয়ার রাষ্ট্রপ্রধান সত্যিই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। 

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ