বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

থাইল্যান্ডের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড
মৃত্যু ১৩ জনের, জখম ৪০ জন

ব্যাংকক, ৫ আগস্ট: থাইল্যান্ডের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আহত আরও ৪০ জন। আজ, শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইটস্পটে। এই জায়গাটি ব্যাংকক থেকে ১৫০ কিমি দক্ষিণে অবস্থিত। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পুলিস সূত্রে খবর হতাহতদের মধ্যে চারজন মহিলা এবং ন'জন পুরুষ রয়েছেন। কিন্তু কী ভাবে লাগল এই আগুন? জানা গিয়েছে, গতকাল রাতে নাইটক্লাবে নাচ-গানে মত্ত ছিল সেখানে থাকা সকলে। হঠাৎই  দেখা যায় আগুন ধরে গিয়েছে ওই নাইটক্লাবে। বিষয়টি বুঝতে পেরেই নাইট ক্লাব থেকে বের হওয়ার জন্য দৌড় লাগান ভিতরে উপস্থিত থাকা সকলেই। হুড়োহুড়ি শুরু হয়। সেখানে তখন ৮০-৯০ জন ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে নাইট ক্লাবের অধিকাংশ অংশই। ভিতরে কালো ধোঁয়ায় ভরে যায়। বিষাক্ত গ্যাসে শ্বাস নেওয়া দায়। দমবন্ধ এবং অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১৩ জন। আহত হন আরও ৪০ জন। ক্লাবে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকল। প্রায় তিন-চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। চেনবুরির এক পুলিস আধিকারিক জানান, গতকাল রাতে থানায় ফোন আসে। জানানো হয় একটি নাইটক্লাবে আগুন লেগেছে। হতাহতরা সকলেই থাইল্যান্ডের নাগরিক বলেই জানা গিয়েছে। আহতদের মধ্যে কোনও দেশের পর্যটকও রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

5th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ