বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কোনও প্রতিরোধ ছাড়াই গ্রেপ্তার
শিকাগোর বন্দুকবাজ, জানাল পুলিস

শিকাগো:গ্রেপ্তার আমেরিকার হাইল্যান্ড পার্কের বন্দুকবাজ।  নির্বিচারে গুলি চালনায় মৃত্যুর ঘটনার চব্বিশ ঘণ্টা পরেও দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে পারেনি শিকাগোর শহরতলি হাইল্যান্ড পার্কের বাসিন্দারা। ৪ জুলাই সোমবার শিকাগোর অভিজাত এলাকা বলে পরিচিত হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবস পালনের কুচকাওয়াজ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই প্যারেড লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। বেঘোরে মৃত্যু হয় ৬ জনের। জখম হয় আরও ৩০ জন। মঙ্গলবার সেই বন্দুকবাজ রবার্ট ক্রিমোকে গ্রেপ্তার করেছে পুলিস। ২২ বছরের ক্রিমোকে গ্রেপ্তার করতে অবশ্য কোনও ঝামেলায় পড়তে হয়নি বলে পুলিস জানিয়েছে। গুলি চালনার ঘটনার পরই আততায়ীকে চিহ্নিত করা হয়। এরপর তাকে ধরার পরিকল্পনা নেয় পুলিস। লেক কাউন্টির অপরাধ দমন টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভিল্লি বলেছিলেন,বন্দুকধারী একজনই বলে কর্তৃপক্ষ মনে করছে। সেইসঙ্গে সতর্ক করে তিনি বলেছিলেন, এখনও তাকে সশস্ত্র ও সমান বিপজ্জনক বলেই ধরে নিতে হবে। হাইল্যান্ড পার্ক পুলিসের প্রধান লাউ জগমেন অবশ্য বলেছেন, শিকাগোর কাছে একটি হাইওয়েতে তার হদিশ মেলেনি। তাকে ধরতে কোনও বেগ পেতে হয়নি। তার ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেই বন্দুকটির লাইসেন্স রয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে পারেননি হাইল্যান্ড পার্কের মেয়র ন্যান্সি রোটারিং। এলাকার বাসিন্দা হিসেবে ক্রিমোকে ছোট থেকে চেনেন বলে রোটারিং জানিয়েছেন। ক্রিমো যে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে, তা এখনও যেন বিশ্বাসই হচ্ছে না মেয়রের। তাঁর কথায়, ‘আমি যখন স্কাউট টিমের নেতা ছিলাম, ও তখন সেই দলের সদস্য ছিল।’ স্প্যানিস সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ‘অ্যাওক দ্য র‌্যাপার’ নামে ক্রিমো ইউটিউবে নানা বিতর্কিত ভিডিও পোস্ট করেছে। একটি অ্যানিমেটেড ভিডিওতে দেখা যাচ্ছে, ভারি অস্ত্রশস্ত্র থাকা এক বন্দুকবাজকে পুলিস গুলি করে মারছে। ফিনল্যান্ডের অতি দক্ষিণপন্থী সংগঠন ‘সুওমেন সিসু’র সঙ্গে তার মিল রয়েছে। তবে ক্রিমো কখনও ওই সংগঠনের নাম কোনও ভিডিওতে উল্লেখ করেনি। ‘টয় সোলজার’ নামের অ্যানিমেটেড ভিডিওতে ক্রিমোকে র‌্যাপ করতে দেখা গিয়েছে। সেখানে সে বলছে, ‘দুনিয়া নিপাত যাক।’ সশস্ত্র অবস্থায় এক বন্দুকবাজ স্কুলে ঢুকে গুলি চালাচ্ছে। পরের দৃশ্যে ওই বন্দুকবাজকে রক্তাক্ত সুইমিং পুলে পড়ে থাকতে দেখা গিয়েছে। এভাবে তার ভিডিওগুলিতেই যেন তার মনোভাবের একটা দিক প্রকট হয়ে উঠেছিল বলে মনে করা হচ্ছে। 

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ