বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

নেপালকে ৭৫টি অ্যাম্বুলেন্স ও
১৭টি স্কুল বাস উপহার ভারতের

কাঠমাণ্ডু: নেপালকে উপহার ভারতের। ৭৫টি অ্যাম্বুলেন্স ও ১৭টি স্কুল বাস। সুদৃঢ় ও দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি হিমালয়ের কোলের এই দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতিতে সাহায্য করতেই এই উপহার। কাঠমাণ্ডুতে নবনিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব গাড়িগুলির চাবি তুলে দেন। উপস্থিত ছিলেন নেপালের শিক্ষামন্ত্রী দেবেন্দ্র পউড়েল। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ৭৫টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দেওয়া হল। নেপালের শিক্ষামন্ত্রী সেদেশে ভারতের চলতি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাঁর মতে, দু’দেশের লোকজনের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে সহায়ক হবে এ ধরনের উদ্যোগ। এই অ্যাম্বুলেন্স ও স্কুলবাসগুলি বিভিন্ন সরকারি বিভাগ ও এনজিও-র হাতে তুলে দেওয়া হবে। ২০২১ সালে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হিসেবে ভেন্টিলেটর সহ ৩৯ টি অ্যাম্বুলেন্স কাঠমাণ্ডুকে উপহার দিয়েছিল নয়াদিল্লি।

4th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ