বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

উপহারের ঘড়ি বিক্রির
অভিযোগ ইমরানের বিরুদ্ধে

ইসলামাবাদ: আস্থাভোটের জেরে কয়েক মাস আগেই হারাতে হয়েছে প্রধানমন্ত্রীর গদি। গদিচ্যুত হওয়ার পরই প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রনেতাদের থেকে পাওয়া একাধিক মূল্যবান উপহার বিক্রির অভিযোগ উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। শুরু হয়েছিল তদন্ত। এবার সেই তালিকায় যুক্ত হল আরও তিনটি বহুমূল্য ঘড়ি। যা নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। সূত্রের খবর, উপসাগরীয় দেশগুলির বিশিষ্ট ব্যক্তিত্বদের দেওয়া রত্নখচিত ঘড়িগুলির বাজার মূল্য ১৫ কোটি ৪০ লক্ষ টাকা। তোষাখানা সূত্রের খবর, তিনটি ঘড়ি বিক্রি করে ৩ কোটি ৬০ লক্ষ টাকা পেয়েছিলেন পিটিআই নেতা। অভিযোগ, বেআইনিভাবে ঘড়ি বিক্রির টাকার একটি ক্ষুদ্র অংশ সরকারি তহবিলে জমা করেছেন প্রধানমন্ত্রী। তোষাখানা থেকে প্রকাশিত বিক্রি সংক্রান্ত নথির কথা উল্লেখ করে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা জিও নিউজ। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি স্তরে কোনও উপহার পেলে প্রথমেই তা তোষাখানাকে জানাতে হয়। পরে বস্তুটির নির্ধারিত মূল্য মিটিয়ে তোষাখানায় জমা করে সেটি নিজের কাছে রাখতে পারেন নির্দিষ্ট ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, ইমরান ঘড়িগুলি তোষাখানায় জমাই করেননি। জানা গিয়েছে, নিজের কাছে সেগুলিকে রেখে একে একে বিক্রি করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অথচ, ঘড়ি বিক্রির টাকার মাত্র ২০ শতাংশ সরকারি কোষাগারে তিনি জমা করেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে তোষাখানার নিয়ম সংশোধন করে পিটিআই সরকার। সেই বছরের ২২ জানুয়ারি সবথেকে মূল্যবান ঘড়িটি (১০ কোটি ১০ লক্ষ টাকা)  অর্ধেক মূল্যে বিক্রি করেন ইমরান। পাকিস্তানের এক স্থানীয় ঘড়ি ব্যবসায়ীকে ঘড়িগুলি বিক্রি করা হয়েছিল বলে রিপোর্টে জানা গিয়েছে। যদিও মঙ্গলবার, সমস্ত অভিযোগ অস্বীকার করে ফের জোট সরকারের দূর্নীতি নিয়ে সরব হন ইমরান। ফের দাবি তোলেন স্বচ্ছ নির্বাচনের। দেশে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘৩০ বছর ধরে দেশে রাজত্ব করছে দু’টি পরিবার। তবে অর্থনীতির হাল ধরার বদলে তারা শুধু নিজেদের বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ ধামা চাপা দিতে ব্যস্ত ছিল।’

30th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ