বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বয়সকে থোড়াই কেয়ার, চুরাশির
প্রেমিকাকে বিয়ে নবতিপর বৃদ্ধের

নয়াদিল্লি: প্রেমে পড়ার কোনও বয়স আছে? এ প্রশ্নকে তর্ক-বিবাদ থেমে নেই। তবে, একটা ব্যাপারে সবাই প্রায় বলে থাকেন—মনটাই তো আসল রাজা…। বয়স তো সংখ্যামাত্র! 
‘রাজা’-ই বটে মার্কিন বৃদ্ধ জুলিয়ান মোয়েল। ৯৫ বছরেও তরতাজা তাঁর মন। গত ১৯ মে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন গোটা দুনিয়াকে। বললেন—‘প্রেমে পড়ার আবার বয়স কিসের?’ এখন হানিমুনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। জুলিয়ানের জন্মভূমি অস্ট্রেলিয়া। সেখানেই হানিমুন সারবেন নবদম্পতি। 
নবধূর সঙ্গে জুলিয়ানের প্রথম দেখা কার্ডিফের একটি গির্জায়। তখনই মনে ধরে ভ্যালেরি উইলিয়ামসকে। জুলিয়ানের বয়স তখন ৭২ আর ভ্যালেরির একষট্টি। আলাপ থেকে প্রেম। বিয়ের প্রতিশ্রুতি। কিন্তু নানা কারণে বিয়ে আর করে ওঠা হয়নি দু’জনের। এরইমধ্যে পেরিয়ে গিয়েছে জীবনের ২৩টি বসন্ত। শেষে গত ফেব্রুয়ারি মাসে ভ্যালেরিকে বিয়ের প্রস্তাব করেন জুলিয়ান। সেই মতো গত ১৯ মে দিন ঠিক হয়। বিয়ে হবে সেখানে, যেখানে ভ্যালেরিকে প্রথম দেখে মজেছিলেন জুলিয়ান। অর্থাৎ, কার্ডিফের সেই গির্জা। পারিবারিক ৪০ জন বন্ধু-বান্ধবকে নিয়ে বিয়ের সামান্য আয়োজন। যাজকের কাছে একসঙ্গে জীবন কাটানোর অঙ্গিকার দু’জনের। 
বিয়ের শেষে লাজুক হাসি ভ্যালেরির মুখে। বলছিলেন, ‘আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমরা বিয়ে করব।’ স্ত্রীর কথার পিঠে জুলিয়ানের সংযোজন—‘ভ্যালেরি আমার স্বপ্নে দেখা রাজকন্যা। আমার জীবনের প্রথম মহিলা। প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে যাই। দু’জনে একসঙ্গে সময় কাটাবো বলেই এতগুলো বছরের অপেক্ষা।’ নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলছেন, ‘প্রেম-পরিণয়ের আদর্শ উদাহরণ জুলিয়ান-ভ্যালেরি। সুখী হোক ওঁদের নবজীবন।

23rd     May,   2022
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ