বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

নিউইয়র্কের বহুতলে আগুন
মৃত্যু ১৯ জনের

নিউইয়র্ক, ১০ জানুয়ারি (পিটিআই): নিউ ইয়র্কের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। শহরের দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো  জানিয়েছেন, ব্রঙ্কসে ১৮১ নম্বর স্ট্রিটের একটি বহুতলের ১৯ তলায় আগুন লাগে। অগ্নিদগ্ধ এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১৯ জনের। জখম হন ৬০ জনেরও বেশি। তাঁদের মধ্যে ৩২ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া ওই ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দমকল কর্মীদের ধারণা কোনও একটি রুমের হিটার থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।  পরে আগুন বিল্ডিংয়ের অন্যত্র ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি। খবর পেয়ে প্রায় ২০০ দমকল কর্মী অকুস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাত ১১টা নাগাদ ব্রঙ্কস অ্যাপার্টমেন্টের দ্বিতীয় বা তৃতীয় তলায় প্রথমে আগুন লেগেছিল। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, এটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। পাশাপাশি নিউ ইয়র্কের গভর্নর এই ঘটনাকে দুর্ভাগ্যের রাত আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, হতাহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হবে।

10th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ