বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হিজাব পরেই সংবাদপাঠ করতে হবে
মহিলাদের, নির্দেশিকা তালিবানের

নয়াদিল্লি: ফের এক দফা মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকের নাম ঘোষণা করল আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান সরকার। মন্ত্রী-আধিকারিক মিলিয়ে দু’ডজনেরও বেশি নাম ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানান, শীর্ষ তালিব নেতা মোল্লা হাবিবুল্লা আখুন্দজাদার অনুমতি নিয়ে এই তালিকা ঘোষণা করা হয়েছে। সংবাদ মাধ্যমের খবর, মৌলবী শাহাবুদ্দিন দেলাওয়ারকে খনি ও পেট্রলিয়াম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, মোল্লা মহম্মদ আব্বাস আখুন্দকে। এছাড়া আরও ২৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উপমন্ত্রী, সেনা আধিকারিক, জেল সুপার, সীমান্ত , উপজাতি বিষয়ক ও কান্দাহার বিমানবন্দরের প্রধানের নাম রয়েছে।  ক্ষমতার রাশ হাতে নেওয়ার পর থেকে মহিলাদের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা জারির পালা অব্যাহত রেখেছে তালিবান। রবিবার নতুন করে তালিবান সরকার জানিয়েছে, আফগান টিভিতে সম্প্রচারিত হওয়া নাটক বা সোপ অপেরায় মহিলারা অংশ নিতে পারবেন না। ধর্মীয় কারণেই সরকার এমন নিষেধাজ্ঞা চাপাতে চাইছে স্থানীয় মহিলাদের উপর। আট দফা নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে, কমেডি ও বিনোদনমূলক অনুষ্ঠান করা যাবে না। সংবাদ পাঠ বা অনুষ্ঠান সঞ্চালনার সময় মহিলা সাংবাদিকদের হিজাব পরতে হবে। যদিও সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি জানিয়েছেন গোটা বিধি নিষেধ প্রক্রিয়া ব্যাখ্যা সাপেক্ষ। তবে শুধু মহিলাদের ক্ষেত্রেই নয়, পুরুষের খোলা দেহের কোনও ফুটেজ দেখানো যাবে না। বিদেশি বা স্থানীয় কোনও সিনেমায় বিদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও অনৈতিক তথ্য উপস্থাপন করলে তা সম্প্রচার করতে দেওয়া  হবে না।

24th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ