বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
হাসিনার, কুমিল্লার মূলচক্রী শনাক্ত
নিন্দা আমেরিকার

ঢাকা: ‘অভিযুক্তরা কেউই ছাড় পাবে না। হিংসাত্মক ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে হবে।’ এমনই নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দুর্গা পুজোমণ্ডপ, মন্দির ভাঙচুরে যুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বলছেন। ধর্মকে ব্যবহার করে যারা উস্কানি, হিংসা ও অশান্তি তৈরিতে মদত দিয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশবাসীকে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য অনুরোধ করেছেন। এরই মধ্যে তবে কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। খুব শীঘ্রই এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।
কুমিল্লার ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক খবর ছড়িয়ে পড়েছে। ওইসব ঘটনার সত্যতা যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কথায় বিশ্বাস না করার অনুরোধও করেছেন হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দ্রুত জড়িতদের খুঁজে করা ছাড়াও মন্দির ও পুজোমণ্ডপে হামলার ঘটনা রুখতে পুলিস ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘মূল অভিযুক্ত বারবার তার অবস্থান পরিবর্তন করছে। খুব অল্প সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি। এদিন  দেশজুড়ে শান্তি মিছিল বের করে আওয়ামি লিগ। 
এদিকে মন্দির ও সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর নিয়ে আন্তর্জাতিকস্তরে প্রবল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। আমেরিকা সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানানো হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘ধর্মীয় স্বাধীনতাও মানবাধিকারের মধ্যে পড়ে। পৃথিবীর যে কোনও প্রান্তে বসবাসকারী প্রত্যেক মানুষের মতপ্রকাশের অধিকার রয়েছে বলে মনে করে আমেরিকা।’ বিগত ন’বছরে বাংলাদেশে হিন্দুদের উপর ৩ হাজার ৭২১টি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন। 

20th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ