বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প
২০ জনের মৃত্যু, জখম দুশোরও বেশি

করাচি, ৭ অক্টোবর (পিটিআই): আজ, বৃহস্পতিবার ভোররাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ছ’জন শিশুও। জখমের সংখ্যা ২০০-রও বেশি। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোয়েট্টা থেকে প্রায় ১০২ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে। কোয়েট্টা ছাড়াও কম্পন অনুভূত হয়েছে সিবি, হারনাই পিশিন কিলা, মুসলিম বাগ, সইফুল্লা, জিয়ারত, কিল্লা আবদুল্লাহ, সানজভি, জোহব এবং চামনে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও হিসেব পাওয়া যায়নি। যে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে সেটি পাহাড়ি অঞ্চল। ফলে ওই এলাকায় বহু কয়লা খনি এবং মাটির বাড়ি রয়েছে। এর জন্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন ভোররাতে আচমকাই কম্পনের ফলে ঘুম ভেঙে যায় ওই এলাকার লোকজনদের। কম্পনের তীব্রতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি। ছাদ ধসে, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অনেকের। ঘুমচোখেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিতরা। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। এলাকার সমস্ত হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হারনাইয়ের ডেপুটি কমিশনার সোহেল আনোয়ার হাশমি জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় বহু মানুষকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, দ্রুত গতিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তাতে যেন কোনওরকম অসুবিধা না হয় এবং দুর্ঘটনা না ঘটে তার জন্য এলাকার বিস্তীর্ণ অঞ্চলে আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

7th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ