বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ইজরায়েলের প্রধানমন্ত্রী
পদে শপথ নাফতালির

জেরুজালেম: পার্লামেন্টের আস্থা ভোটে শেষ পর্যন্ত ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুকে সরতেই হল। তাঁর জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, উগ্র জাতীয়তাবাদী নেতা তথা ৪৯ বছর বয়সি নাফতালি বেনেট। রবিবার তিনি শপথ নেন। ২৭ জনের মন্ত্রিসভা গঠন করেছেন তিনি। তাঁদের মধ্যে ন’জনই মহিলা। ইজরায়েলে ফের নির্বাচন এড়িয়ে নেতানিয়াহুকে কীভাবে সরানো যায়, অনেক আগে থেকেই তার ছক কষা শুরু হয়েছিল।  মতাদর্শগত পার্থক্য দূরে সরিয়ে জোট বেঁধেছিল আটটি বিরোধী দল। সেই রামধনু জোটের নেতৃত্বে ছিলেন ইয়ামিনা পার্টির নেতা বেনেট। এদিন ১২০ সদস্য বিশিষ্ট নেসেট-এ অনাস্থা ভোটে একেবারে কান ঘেঁষে (৬০-৫৯) জয়ী হন তিনি। দীর্ঘ ১২ বছর নেতানিয়াহু ক্ষমতার রাশ ধরে রেখেছিলেন। বেনেটও ছিলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য। প্রতিরক্ষা, শিক্ষা এবং অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন বেনেট। দেশের ১৩তম প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে তিনি বলেন, ‘আমাদের সংকল্পের বৃত্ত সম্পূর্ণ হয়েছে। এবার দেশের প্রতি দায়বদ্ধতা পালনের পালা।’ বেনেটের জম্ম ইজরায়েলের হাইফা শহরে। পরে পাততাড়ি গুটিয়ে তিনি মার্কিন মুলুকে চলে যান। ২০১৩ সালে দেশে ফিরে আসেন। তারপর থেকে জাতীয় রাজনীতিতে বেনেটের ঝড়ের গতিতে উত্থান হয়।   

14th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ