বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বাইডেনের প্রথম বিদেশ
সফর ঘিরে আগ্রহ তুঙ্গে

ওয়াশিংটন (এপি): মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে বন্ধু দেশগুলিকে আশ্বস্ত করাই একমাত্র লক্ষ্য জো বাইডেনের। পাশাপাশি, যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও তাঁর সফরের অন্যতম আকর্ষণ। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী মনোভাবকে দূরে সরিয়ে সুস্থ গণতন্ত্রের বার্তা দেবেন বাইডেন — এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হচ্ছে বাইডেনের আটদিনের বিদেশ সফর।
করোনা মহামারীর ধাক্কা সামলে পশ্চিমী দুনিয়া যে অর্থনেতিক ক্ষেত্রে চীনের মোকাবিলা করতে সক্ষম, এই বিষয়টিকেই তুলে ধরতে মরিয়া বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই সফরে সুস্পষ্ট বিদেশনীতিই মেলে ধরবেন বাইডেন। বিশ্বের বিপন্ন গণতন্ত্রকে রক্ষা করাই এখন তাঁর প্রথম ও প্রধান চ্যালেঞ্জ। প্রথমেই জি-৭ গোষ্ঠীভুক্ত (কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা) দেশের সম্মেলনে (১১-১৩ জুন) যোগ দিতে ব্রিটেনে যাবেন বাইডেন। আমেরিকার সঙ্গে ইউরোপের এই প্রধান দেশগুলির বন্ধুত্ব যে অটুট, পুতিনের সঙ্গে বৈঠকের আগে সেই বার্তাই দিতে চান বাইডেন। নিরাপত্তার কারণে জার্মানির মতো ইউরোপের কিছু দেশ আমেরিকার সাহায্য চায়। কিন্তু, ফ্রান্স আগের মতো আমেরিকাকে এতটা বিশ্বাস করতে বা বাইডেন প্রশাসনের উপর নির্ভর করতে রাজি নয়। বরং তারা ইউরোপীয় ইউনিয়নের আরও স্বায়ত্তশাসন চায়। এই পরিস্থিতিতে বাইডেনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া, চীনের মোকাবিলায় জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি উন্নয়নশীল দেশগুলির জন্য কী আর্থিক পরিকাঠামো ঘোষণা করে, সেদিকেও সকলের নজর থাকবে। এর আগে হংকংয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার জন্য চীনের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনওরকম কড়া পদক্ষেপ গ্রহণ করেনি। উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনের আপত্তিকর আচরণের পরও তারা নীরব থেকেছে। কিন্তু, এবারের সম্মেলনে এই সব বিষয় নিয়ে যে কাটাছেঁড়া হবে, তা একপ্রকার নিশ্চিত। প্রসঙ্গত, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত মার্চে চীনের চার পদস্ত কর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা পদক্ষেপ হিসেবে বেজিংও চীনা কমিউনিস্ট পার্টির সমালোচক ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয়দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

10th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ