বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

এইচ ১-বি ভিসা প্রাপকদের সস্ত্রীক
কাজের অধিকার বাইডেন প্রশাসনের

মুম্বই: এইচ-১বি ভিসা প্রাপকদের স্ত্রী বা স্বামীর মার্কিন মুলুকে চাকরি করতে আর কোনও সমস্যা রইল না। এব্যাপারে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খারিজ করে দিল বাইডেন প্রশাসন। মার্কিন অভিবাসন নীতিতে ট্রাম্প বেশ কিছু বদল আনায় সেদেশে কর্মরত বিদেশি কর্মীদের স্ত্রী বা স্বামীরা সমস্যায় পড়েছিলেন। কিন্তু, ক্ষমতায় এসেই সেই নির্দেশ প্রত্যাহার করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কয়েক লক্ষ ভারতীয়। 
সাধারণত এইচ-১বি ভিসা প্রাপকদের স্বামী বা স্ত্রীকে এইচ-৪ ভিসা দেওয়া হয়। এর সাহায্যে শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি মার্কিন মুলুকে কাজে যোগ দেওয়ার সুযোগ পান। ফলে পরিবারকে আর একজনের আয়ের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। গ্রিনকার্ড নিয়ে তৈরি হওয়া সমস্যা কাটাতে ২০১৫ সালে উদ্যোগী হয়েছিল ওবামা প্রশাসন। তারাই এইচ-৪ এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) বিধি জারি করে। ২০১৭ সাল পর্যন্ত যত ইএডি ইস্যু হয়েছিল, তার ৯৩ শতাংশই ছিল ভারতীয়দের। সংখ্যার হিসেবে যা ৮৪ হাজার ৩৬০।  বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১ লক্ষের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এই নিয়ম-নীতিতে বদল আনায় বিপাকে পড়েন কয়েক হাজার ভারতীয়। বাইডেন প্রশাসন পূর্বতন সরকারের সেই সিদ্ধান্ত বাতিল করায় ভারতীয় পরিবারগুলিতে স্বস্তি ফিরেছে।

28th     January,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ