বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বানানো যাবে না রিলস, বন্ধ ভিআইপি দর্শনও, চারধাম যাত্রায় পুণ্যার্থীদের ঢল নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের

দেরাদুন, ১৭ মে: চারধাম যাত্রা শুরু হতেই নেমেছে পুর্ণ্যার্থীদের ঢল। গত ১০ তারিখ থেকে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ধাম খুলে গিয়েছে। আর তার দু’দিন পরই অর্থাৎ ১২ মে থেকে খুলে গিয়েছে বদ্রীনাথ ধামও। গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক পু্ণ্যার্থী পৌঁছেছেন চারধামে। প্রতিদিন বেড়েই চলেছে সেই সংখ্যাটি। যার ফলে ভিড় সামলাতে প্রবল চাপে পড়েছে উত্তরাখণ্ড সরকার। ভিড়ের চাপে ইতিমধ্যেই ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। তাই বিশেষ সতর্কতা নিয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। দু’দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন। চারধাম যাত্রায় যে সকল পুণ্যার্থী যাচ্ছেন তাঁদের একটি মেডিক্যাল ফর্ম পূরণ করতে দেওয়া হচ্ছে। এছাড়া আগত পুণ্যার্থীদের অনুরোধ করা হচ্ছে, কেউ যেন তাঁদের শারীরিক সমস্যার বিষয়টা গোপন না করেন।  ভবিষ্যতে পুণ্যার্থীদের মৃত্যু এড়াতেই এই পথ বেছে নিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, পুণ্যার্থীদের ঢল নামায় আগামী ৩১ মে পর্যন্ত চারধামে ভিআইপি দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে রিলস ও ভিডিওগ্রাফি করার উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কারণ হিসেবে জানানো হয়েছে, ভিডিও বা রিলস বানানোর জন্য মন্দিরের এক জায়গাতেই অনেকে ভিড় করছেন পুণ্যার্থীরা। এর ফলে বাকি পুণ্যার্থীদের  দর্শনে সমস্যা হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই যাত্রায় মন্দিরের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল, তাও কার্যকর থাকছে। এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছেন উত্তরাখণ্ডের মুখ্যসচিব। জানানো হয়েছে, যদি কেউ রিলস বানাতে গিয়ে বা মন্দির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যপ্রচার করতে গিয়ে ধরা পড়েন, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

17th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ