বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সরকারের সমালোচনা করায় টিকিট পায়নি বরুণ: মানেকা

নয়াদিল্লি: পিলভিটের প্রাক্তন সাংসদ বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি বিজেপি। গেরুয়া শিবির কেন ছেলেকে প্রার্থী করেনি, তা ঠিক স্পষ্ট নয় মানেকা গান্ধীর কাছে। তবে তিনি বলেছেন, ‘কয়েকটি ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করাতেই সম্ভবত ওকে টিকিট দেওয়া হয়নি। এছাড়া তো আর কোনও কারণ আছে বলে তো মনে হয় না।’
১৯ এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে পিলভিটে। অনেকে ভেবেছিলেন, হয়তো নির্দল প্রার্থী হিসেবে পিলভিটে  প্রতিদ্বন্দ্বিতা করবেন বরুণ। কিন্তু, তিনি ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন। মানেকা গান্ধীর সুলতানপুর কেন্দ্রে ভোট ২৫ মে— ষষ্ঠ দফায়। মায়ের হয়ে প্রচারে দেখা যেতে পারে বরুণকে। কিন্তু, বারেবারেই তাঁকে ভোটের লড়াইয়ে ছেলের না থাকা নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। মা হিসেবে ছেলের টিকিট না পাওয়ার বিষয়টি মোটেই ভালো লাগেনি মানেকার। বরুণের বদলে বিজেপি পিলভিটে প্রার্থী করেছে জিতিন প্রসাদকে। ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত, টিকিট ছাড়াও বরুণ খুব ভালো থাকবে।’ শোনা যাচ্ছে, মায়ের নির্বাচনী প্রচারে দেখা যেতে পারে বরুণকে। যদিও এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। 

12th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ