বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পশ্চিমবঙ্গ লাগোয়া পালামৌতে বিজেপির বিরুদ্ধে ঝড় তুলেছেন আর এক মমতা 

প্রীতেশ বসু, পালামৌ (ঝাড়খণ্ড): বিজেপিকে উৎখাত করতে বাংলায় জানকবুল লড়াই লড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাংলা লাগোয়া পালামৌ কেন্দ্রে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আরেক মমতা! তিনি মমতা ভুঁইয়া। এই কেন্দ্রের ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি প্রার্থী তিনি। ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে আসন সমঝোতা করেছে লালুপ্রসাদ যাদবের আরজেডি। এই রাজ্যে কংগ্রেস লড়ছে সাতটি আসনে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পাঁচটিতে। আরজেডি ও সিপিআইএমএল (লিবারেশন) একটি করে আসনে লড়ার সুযোগ পেয়েছে। অর্থাৎ, পালামৌ ঝাড়খণ্ডের একমাত্র কেন্দ্র, যেখানে প্রার্থী দিয়েছে তেজস্বী যাদবের দল। তারা প্রার্থী করেছে পালামৌর মেয়ে মমতাকে। পাশের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আরেক মমতার জোরদার লড়াই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর কেড়েছে। 
কাল, ১৩ মে পালামৌতে নির্বাচন। প্রচার শেষে এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সব দল। লড়াই কঠিন হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই শিবিরই। কেন লড়াই কঠিন? এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, বিজেপির প্রার্থী বিষ্ণুদয়াল রাম এখানে ২০১৪ থেকে টানা জিতে আসছেন। গতবার জিতেছিলেন প্রায় পাঁচ লক্ষ ভোটে। ফলে বিজেপির জমি এখানে বেশ শক্ত। বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, এই লোকসভা কেন্দ্রের অধীন পাঁচটি বিধানসভা রয়েছে বিজেপির দখলে। বাকি দু’টির একটি এনসিপি ও একটি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছে। কেন্দ্রের বেশিরভাগ মানুষ তাঁর কাজে খুশি বলেই দাবি বিজেপি প্রার্থীর। তাঁর বক্তব্য, ‘এরপর পুরোটা মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত।’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র বিজেপি বিরোধী জোটের পক্ষে প্রার্থী দিয়েছিল আরজেডি। তবে সেবার আরজেডি  প্রার্থী ঘুরান রামকে বিপুল ভোটে পরাজিত করে বিজেপি। এবার প্রার্থী বদল করে মমতার কাঁধে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে আরজেডি। তাঁর হয়ে প্রচার করে গিয়েছেন তেজস্বী যাদব থেকে শুরু করে কল্পনা সরেন। ডালটনগঞ্জ, বিশ্রামপুর, ছাতারপুর, হুসেনাবাদ, গারওয়া এবং ভাওয়ানাথপুরের প্রতিটি এলাকায় পৌঁছে গিয়েছেন মমতা। গারওয়ারের এক বাসিন্দা রঘুনাথ গিরির কথায়, ‘বাংলার বাঘিনী মমতার মতোই লড়াই করছেন পালামৌর মমতাও।’ তাঁর দাবি, এবার লন্ঠন চিহ্ন (আরজেডির নির্বাচনী প্রতীক) চকম দেখাতে পারে পালামৌ কেন্দ্রে। 

12th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ