বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ক্ষমতায় ফিরলে রামমন্দিরের শুদ্ধিকরণ, দাবি কংগ্রেস নেতার

মুম্বই: সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে। এই অভিযোগে সরব হয়ে রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেননি দেশের চারজন শঙ্করাচার্য। নির্বাচনী আবহে ফায়দা তুলতে তড়িঘড়ি রামমন্দির উদ্বোধন করা হচ্ছে, এমন অভিযোগ তুলে আগেই সরে দাঁড়িয়েছিল একাধিক বিরোধী রাজনৈতিক দল। শঙ্করাচার্যদের বক্তব্য সামনে আসতে পোক্ত হয় তাদের বিরোধ। তারপর একাধিকবার কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, রাজনীতির ময়দানে ধর্মকে টেনে এনে বিজেপি সনাতন ধর্মকেই অসম্মান করছে। এই আবহে মহারাষ্ট্র কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পাটোলে দাবি করলেন, কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রামমন্দিরের শুদ্ধিকরণ করা হবে। কারণ কোনও নিয়ম, রীতিনীতি না মেনেই ওই মন্দির উদ্বোধন করা হয়েছে। রাম জন্মভূমিকে অপবিত্র করা হয়েছে। তাঁর কথায়, ‘চারজন শঙ্করাচার্যকে দিয়ে রামমন্দির শুদ্ধিকরণ করা হবে। প্রাণপ্রতিষ্ঠা নিয়ম মেনে হয়নি। ধর্মীয় রীতি মেনে পবিত্র করা হবে।’

11th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ