বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেজরির জামিন, ধাক্কা মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটপর্বের মাঝে বিজেপির জন্য দুঃসংবাদ। নরেন্দ্র মোদির জন্য ধাক্কা। ব্যাকফুটে ইডি। কারণ, দিল্লি ও পাঞ্জাবের ভোটপ্রচারে ফিরে আসতে চলেছেন আম আদমি পার্টির প্রধান সেনাপতি অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চের ভর্ৎসনা রাজনীতির ময়দানে আরও খানিকটা বেকায়দায় ফেলে দিল বিজেপিকে। কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বেঞ্চ সাফ জানাল, ‘কেজরিওয়াল কোনও দাগি অপরাধী নন। দেড় বছর ধরে যখন কিছু  করা হয়নি, ২১ দিনেও এমন কিছু ওলট-পালট হয়ে যাবে না। তাঁকে ভোটের আগে বা পরে গ্রেপ্তার করাই যেত।’ আর এই পর্যবেক্ষণই রক্তচাপ বাড়িয়েছে বিজেপির। মার্চ মাসে গ্রেপ্তার হওয়ার দেড় মাসের মাথায় জামিনটা কেন্দ্রের শাসক শিবিরের জন্য বড় ইস্যু নয়। গেরুয়া ব্রিগেডের মাথাব্যথার কারণ, দিল্লি ও পাঞ্জাবের ভোটের আগে পুরোদমে প্রচারে নামছেন আম আদমি পার্টির প্রধান সেনাপতি। অর্থাৎ, দিল্লি ও পাঞ্জাবের ভোটরঙ্গ যথেষ্ট বর্ণময় হতে চলেছে। উজ্জ্বীবিত বিরোধী শিবির বলছে, নৈতিক জয় হল কেজরিওয়ালের। ২ জুন তাঁকে তিহার জেলে ফিরতে হবে ঠিকই, কিন্তু তার মাঝে ভোটপর্বে বিজেপি বিরোধী যাবতীয় অস্ত্র তিনি ব্যবহার করে ফেলতে পারবেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব অবশ্য বিষয়টিকে লঘু করে দেখানোরই চেষ্টা করছে। এদিনই অমিত শাহ রানিগঞ্জের সভায় বলেছেন, ‘জেলেই তো ফিরতে হবে।’ সুপ্রিম কোর্ট যেহেতু জানিয়েছে, এই সময়কালে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর দপ্তর অথবা সচিবালয়ে উপস্থিত হতে পারবেন না এবং জরুরি পরিস্থিতি ছাড়া কোনও ফাইলে সইও করতে পারবেন না... সেটাকেও হাতিয়ার করছে বিজেপি। 
এতে অবশ্য আম আদমি পার্টিকে দাবিয়ে রাখা যাচ্ছে না। শুক্রবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির নেতা-কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। কারণ, ভোটপ্রচারে কেজরিওয়ালের থাকা এবং না থাকার মধ্যে বিপুল পার্থক্য। বস্তুত এতদিন ধরে স্ত্রী সুনীতা কেজরিওয়াল, দলের নেতা তথা সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, আতিশী, সঞ্জয় সিং, সোমনাথ ভারতীরা কেজরিওয়ালের হয়ে তাঁর নির্দেশিকা অনুযায়ী প্রচারের অভিমুখ পরিচালনা করছিলেন। এবার স্বয়ং কেজরিওয়ালই নির্বাচনী আসরে হাজির হওয়ায় দলের মনোবল এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। একইসঙ্গে হাত শক্ত হবে মহাজোট ‘ইন্ডিয়া’রও। দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতা-নেত্রীরা ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে। মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিন, কল্পনা সোরেন... প্রত্যেকে লোকসভার লড়াইয়ে স্বাগত জানিয়েছেন কেজরিওয়ালকে। মমতা বলেছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি। লোকসভা নির্বাচনে মহাজোট ইন্ডিয়ার হাত আরও শক্ত হল। উচ্ছ্বাস প্রকাশ করেছে কংগ্রেসও। 
গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি এবং টাকা পাচার মামলায় গ্রেপ্তারির পর কেজরিওয়াল বলেছিলেন, ‘বেশিদিন নয়। আবার ফিরে আসব। নরেন্দ্র মোদি ফাঁকা মাঠে জিততে চান। কিন্তু কোনও অভিযোগই প্রমাণ করতে পারবেন না।’ এদিন মুক্তির পর তিনি বলেছেন, ‘৪ হাজার বছরের ঐতিহ্য ভারতের। কিন্তু যখনই কেউ এখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, দেশবাসী মেনে নেয়নি। আজ দেশ আবার স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে যাচ্ছে। ১৪০ কোটি দেশবাসীর কাছে আমার আবেদন, এগিয়ে আসুন, উৎখাত করুন।’
কিছুদিন আগেই আপ এমপি সঞ্জয় সিংয়ের জামিন হয়েছিল। এবার কেজরিওয়াল। এরপর কি হেমন্ত সোরেন, মনীশ সিশোদিয়াদের পালা? মোদির নির্দেশে ইডি বিরোধীদের গ্রেপ্তার করে ভোট ময়দানের বা‌ইরে নিয়ে যাচ্ছে। কিন্তু অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ দেখাতে পারছে না। তাই শুক্রবারের রাজনৈতিক মোচড় অবশ্যই বিজেপির কাছে বড় ধাক্কা। কেজরিওয়াল এই দেড়মাসের বন্দিজীবনকে প্রচারে এনে কীভাবে আক্রমণ শানাবেন, সেটা নিয়ে বিজেপি ঘোরতর শঙ্কায়। এতদিন গেরুয়া শিবির নিশ্চিত ছিল, দিল্লি ও পাঞ্জাবে মোদি একাই ঝড় তুলবেন। কিন্তু পরিস্থিতি বদলে দিল সুপ্রিম কোর্টের রায়। মোদি বনাম মমতা। মোদি বনাম স্ট্যালিন। মোদি বনাম তেজস্বী। মোদি বনাম অখিলেশ। মোদি বনাম রাহুল। মোদি বনাম উদ্ধব। অবশেষে মোদি বনাম কেজরিওয়ালও। শক্তি বাড়ছে ‘ইন্ডিয়া’র। 

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ