বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

 রান্নার গ্যাস ৮০০ পার, তেলের দাম কমেছে মাত্র দু’টাকা ৮২ হাজার কোটি মুনাফার পরও বঞ্চিত আম জনতাই​​​​​​

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আচ্ছে দিন’-এর স্বপ্ন দেখিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদি সরকার। সেবছর লোকসভা ভোটের আগে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১৪ টাকা। আর ১০ বছর পর? নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংসের শেষে বোঝাটা ৮০০ টাকারও বেশি। ভোটের মরশুম শুরুর আগের হিসেব ধরলে কিন্তু মাসের পর মাস একটি গ্যাস সিলিন্ডারের জন্য হাজার টাকার উপরই গুনতে হয়েছে সাধারণ মানুষকে। তাতে যোগ্য সঙ্গত করেছে আকাশছোঁয়া পেট্রল-ডিজেল। ভোটের মুখে মাত্র দু’টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপর বিজেপির ভাবখানা এমন দেখা যাচ্ছে যে, আম জনতাকে সুরাহা দিতে নিজেদের অংশ থেকে দেশবাসীর জন্য খয়রাত করছেন। আসলে জনগণের থেকে আদায় করা টাকা দিয়েই যে তারা জনগণকে ‘উপহার’ দিয়েছে, তার প্রমাণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পাহাড়প্রমাণ মুনাফা। গত অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ সালে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মুনাফা ৮২ হাজার কোটি টাকার বেশি। এর প্রায় অর্ধেক অঙ্কের মুনাফা করেছে শুধু ইন্ডিয়ান অয়েল। এত বিপুল অঙ্কের মুনাফা তিনটি সংস্থাই আগে কখনও করেনি। তাদের হিসেবের খতিয়ান থেকে স্পষ্ট, মোদি সরকার চাইলেই রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রল বা ডিজেলের দামে সাধারণ মানুষকে আরও অনেকটা আর্থিক সুরাহা দিতে পারত। তা না করে, তিনটি তেল সংস্থা থেকে পাওয়া মুনাফার ভাগে রাজকোষ ভরছে। কারণ, এখনও তিনটি সংস্থার মালিকানার সিংহভাগই কেন্দ্রের হাতে।
সাধারণত আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে পেট্রপণ্যের দাম হ্রাস-বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে তেল সংস্থাগুলি। কিন্তু লোকসভা ভোট ঘোষণার আগে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন স্বয়ং নরেন্দ্র মোদি। অন্যদিকে দু’টাকা কমিয়ে কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম ঘোষিত হয় ১০৩.৯৪ টাকা ও ৯০.৭৬ টাকা। অথচ আন্তর্জাতিক বাজারেও টানা কমেছে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দর। এছাড়া ইউক্রেন যুদ্ধের জেরে কোণঠাসা রাশিয়ার কাছ থেকে দীর্ঘ দিন ধরেই কম দামে অপরিশোধিত তেলও কেনা হচ্ছে। তাতেই তেল সংস্থাগুলি মুনাফা পাহাড়ে। কিন্তু কোনও সুরাহা ভারতবাসী পায়নি।

11th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ