বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মিলেছে যৌন হেনস্তার প্রমাণ, চার্জ গঠনের নির্দেশ ব্রিজভূষণের বিরুদ্ধে

নয়াদিল্লি: লোক দেখাতে ব্রিজভূষণকে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে প্রার্থী করেনি বিজেপি। বদলে তাঁর ছেলে কিরণ ভূষণকে টিকিট দেওয়া হয়েছে। তারপরই বিরাট শোভাযাত্রা করে ছেলের মনোনয়ন জমার অনুষ্ঠান করেছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান। তাঁর প্রতিপত্তি কতটা সেটাই বুঝিয়ে দিতে চেয়েছিলেন। তবে এবার আদালতের রায়ে বিপাকে পড়঩লেন ব্রিজভূষণ শরণ সিং। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেইসঙ্গে প্রাক্তন কুস্তি সংস্থার কর্তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আদালত। এর ফলে কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলা থেকে তাঁর অব্যাহতি পাওয়া আরও কঠিন হয়ে উঠল। অতিরিক্ত মুখ্য নগর ও দায়রা বিচারক প্রিয়াঙ্কা রাজপুত তাঁর নির্দেশে বলেন, যে ছ’জন কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন, তার মধ্যে পাঁচটি ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ মিলেছে। ষষ্ঠ অভিযোগটি অবশ্য খারিজ করে দিয়েছে আদালত। পাঁচ কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন কুস্তিকর্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (মহিলার সম্ভ্রমহানির উদ্দেশ্যে নিগ্রহ), ৩৫৪এ (যৌন হেনস্থা) ও ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে দ্বিতীয় অভিযুক্ত বিনোদ তোমারের বিরুদ্ধেও ৫০৬ ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২১ মে মামলার পরবর্তী শুনানি হবে। 
ব্রিজভূষণের ছেলেকে বিজেপি টিকিট দেওয়ার পর চোখের জন ফেলেছিলেন দেশের হয়ে ঘাম-রক্ত ঝরানো কুস্তিগীররা। কিন্তু এদিনের রায়ের পর তাঁদের মুখের হাসি চওড়া। এক্স হ্যান্ডলে সাক্ষী মালিক লিখেছেন, ‘আমাদের প্রতিবাদের জয় হল। আশা করছি অভিযুক্ত শাস্তি পাবে। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’ বজরং পুনিয়া লিখেছেন, ‘মহিলা কুস্তিগীরদের প্রতিবাদের জয় হয়েছে।’ উল্লেখ্য, গত বছরের জুন মাসে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে আদালতে চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিস। দেড় হাজার পাতার চার্জশিটে মোট ২২ জনের সাক্ষ্য নিয়েছিল পুলিস। 

11th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ