বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পঞ্জিকার ‘শুভক্ষণ’ মেনেই মনোনয়ন সুদীপ ও তাপসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়ের প্রত্যাশায় বৃহস্পতিবার শুভক্ষণ দেখে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থী। পঞ্জিকা অনুযায়ী এদিন বেলা সাড়ে ১১টার পর থেকে শুরু হয়েছিল মাহেন্দ্রক্ষণ। তাই ওই সময়ের পর মনোনয়ন পেশ করেন এই কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায়। বেলা ঠিক ১১টা ৪০ মিনিটে জেসপ বিল্ডিংয়ে মনোনয়ন জনা দেন সুদীপবাবু। তাঁর ঘনিষ্ঠরা জানান, রীতিমতো পঞ্জিকা ঘেঁটে এই সময় বার করা হয়েছে। তাপসবাবুও এসবে বিশ্বাস করেন আগে থেকেই। তাঁর এক ঘনিষ্ঠ নেতার কথায়, ‘সাড়ে ১১টার পর শুভ সময় শুরু হয়েছিল। সময় দেখে মনোনয়নের মিছিল হয়। সাড়ে ১২টা নাগাদ নমিনেশন দাখিল করেছেন আমাদর প্রার্থী।’ 
সকাল সাড়ে ১০টার কিছু পরে এস এন ব্যানার্জি রোডে নিজের বাসভবন থেকে মিছিল শুরু করেন সুদীপ। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার অধিকাংশ বিধায়ক ও কাউন্সিলার। সেই বর্ণাঢ্য মিছিল ধর্মতলা ঘুরে যোগাযোগ ভবনের পাশ দিয়ে বিবাদী বাগের জেসপ বিল্ডিংয়ে পৌঁছয়। দশম বারের জন্য নমিনেশন দাখিল করেন বর্ষীয়ান এই নেতা। সুদীপের হয়ে প্রস্তাবক হিসেবে মনোনয়ন পত্রে সাক্ষর করেছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা, কলকাতা পুরসভার মেয়র পারিষদ আমিরুদ্দিন (ববি) ও ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রনীল কুমার। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ বলেন, ‘যখন নির্বাচনে লড়ি, তখন অর্জুনের পাখির চোখ দেখার মতো করে জয়টাকেই দেখি। প্রতিপক্ষ কে, তা দেখার বা ভাবার সুযোগ পাইনি। নিজের জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছি।’
অন্যদিকে, সকালে বাড়ি থেকে বেরিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন তাপসবাবু। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হুডখোলা গড়িতে তাঁরা পৌঁছন ডালহৌসিতে। পেশ করেন মনোনয়ন। সেই মিছিলে গোরু পাচার থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগকে সামনে রেখে নানা মডেল আনা হয়েছিল। সংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না করে তাপসবাবু তাঁর প্রতিপক্ষকে ‘পরাশ্রয়ী গুল্মলতা’র সঙ্গে তুলনা করেন। তবে বাস্তবে নির্বাচনের ফলাফল কার জন্য ‘শুভ’ বার্তা বয়ে আনবে, তা জানা যাবে ৪ জুন। 

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ