বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নরেন্দ্র দাভোলকার খুনের মামলায় দোষী সাব্যস্ত ২ জনকে যাবজ্জীবনের সাজা

মুম্বই, ১০ মে: মহারাষ্ট্রের নরেন্দ্র দাভোলকার খুনের মামলায় শারদ কালাসকার এবং শচীন আন্ডুরেকে দোষী সাব্যস্ত করা হল। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল পুণের বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয় অন্য তিন অভিযুক্ত বীরেন্দ্র তাওয়াড়ে, সঞ্জীব পুলানেকর এবং বিক্রম ভাবেকে। তদন্তে তাওয়াড়েকেই খুনের মূল চক্রী বলে অভিযুক্ত করেছিল সিবিআই। কিন্তু আদালত জানায়, তাঁর বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পেশায় চিকিৎসক তথা কুসংস্কার-বিরোধী, যুক্তিবাদী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নরেন্দ্র দাভোলকার। তাঁকে ২০১৩ সালের ২০ আগস্ট গুলি করে খুন করা হয়। সেদিন বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে পড়ায় রাস্তার পাশে একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তখন বাইকে চেপে আসা দুই আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে এই ঘটনার প্রত্যক্ষদর্শী কিরণ কাম্বলে নামক পুণে পুরসভার এক সাফাইকর্মী আদালতে ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে স্বাক্ষ্য দিয়েছিলেন। এমনকী আততায়ীদের শনাক্তও করেছিলেন তিনি। এই ঘটনার বেশ কিছু সময় আগে অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি প্রতিষ্ঠা করে সেটি চালাচ্ছিলেন নরেন্দ্র। একাধিক বইও প্রকাশ করেছিলেন। তাঁর প্রধান উদ্দেশ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা। তাঁর খুনের পরই বিষয়টি নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। প্রথমে পুলিস তদন্ত করলেও পরে সেটি সিবিআইয়ের হাতে চলে যায়। এরপর গ্রেপ্তার হয় বীরেন্দ্র সিং তাওয়াড়ে, শচীন আন্ডুরে, শারদ কালাসকার, বিক্রম ভাবে এবং আইনজীবী সঞ্জীব পুলানেকর। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১২০বি, ৩৪ নম্বর ধারায় খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, ১৬ ধারায় জঙ্গি কার্যকলাপ ও অস্ত্র আইনে মামলা হয়। প্রমাণ লোপাটের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২০১ ধারাতেও মামলা হয়েছিল।

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ