বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

হরিয়ানার বিজেপি সরকার সংখ্যালঘু: রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন দুষ্যন্ত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ির এনডিএ এবং নরেন্দ্র মোদির এনডিএ জোটের মধ্যে পার্থক্য কী? মোদির বিজেপির কোনও স্থায়ী বন্ধু নেই। অতীত অথবা বর্তমান বন্ধুদের ঘরে হানা দিয়ে তাদের ঘর ভাঙা বিগত ১০ বছরে বিজেপির চেনা প্রবণতায় পরিণত। লোকসভা ভোট চলাকালীনও মরিয়া বিজেপি সেই চেষ্টায় ঝাঁপিয়েছে। এবার যেমন হচ্ছে হরিয়ানায়। তবে এক্ষেত্রে সরকার বাঁচাতে। বিজেপি জোট সরকার থেকে আগেই বেরিয়ে এসেছে জননায়ক জনতা পার্টি। দুষ্যন্ত চৌতালার দলের পর তিন নির্দল সদস্যও সমর্থন প্রত্যাহার করায় এবার বিপদে হরিয়ানার বিজেপি সরকার। কংগ্রেস এখনই অনাস্থা প্রস্তাব আনার পক্ষে নয়। আর কয়েকমাস পরই বিধানসভা ভোট। তাই এই সামান্য দিনের জন্য বিজেপিকে শহিদ হতে দিতে রাজি নয় তারা। তবে ১০ মে রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চেয়েছে কংগ্রেস। দলের নেতা ভূপিন্দর সিং হুডা বলেছেন, এই সরকার সংখ্যালঘু। নৈতিক কারণেই তাদের ইস্তফা দেওয়া উচিত। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। নতুন করে নির্বাচন হোক।
কিন্তু সাড়ে পাঁচ বছর এই সরকারের অঙ্গ হয়ে থাকা দুষ্যন্ত চৌতালা এবার চাইছেন সরকারের পতন। বৃহস্পতিবার তিনি বলেছেন, আমরা কংগ্রেসকে সমর্থন দিতে তৈরি। যদি তারা অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। আমরা ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে বলেছি, তাঁর অধিকার আছে সরকারকে গরিষ্ঠতা প্রমাণ করতে বলার। যদিও নতুন মুখ্যমন্ত্রী সদ্য আস্থাভোটে জয়ী হয়েছেন, তবুও তখন আমাদের দল ছিল সরকারে। এখন পরিস্থিতি ভিন্ন। তাই সংখ্যালঘু সরকারের ক্ষমতাসীন হয়ে থাকা উচিত নয়। এদিকে দুষ্যন্তের এই নতুন অবস্থানের পরই বিজেপি নড়েচড়ে বসে। সরকারের পতন ঠেকাতে খোদ দুষ্যন্তের ঘরেই হানা দেওয়া শুরু হয়েছে। দুষ্যন্তের দলের চারজন বিধায়ক বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কী হয়েছে সেকথা কোনও পক্ষই খোলসা করে বলেনি। কিন্তু জননায়ক জনতা পার্টি থেকে যে বিধায়ক টেনে সরকার রক্ষা করতে উদ্যোগী বিজেপি। সুতরাং দুষ্যন্ত চৌতালা বিজেপিকে শিক্ষা দেওয়ার চেষ্টা করলেও, এখন তাঁর কাছে প্রথম চ্যালেঞ্জ নিজের দল ধরে রাখা। 

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ