বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

তিন দফা ভোটের পর গরিষ্ঠতার গ্যারান্টি উধাও, মোদির ফেরা নিয়ে ধন্দে শিল্পমহল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রচারে যা হাঁকডাক ছিল, সেই সংখ্যায় পৌঁছনো দূরঅস্ত, বিজেপি গরিষ্ঠতা অর্জন করতে পারবে তো? এই ধন্দ খোদ শিল্পমহলের। সবচেয়ে বড় কথা, ভোটপর্ব চলাকালীন এই সংশয় দেখা যাচ্ছে ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে। দশ বছর ধরে বিরোধীরা লাগাতার দাবি করে এসেছে, মোদি সরকার আসলে কর্পোরেট-বন্ধু। সেই ‘বন্ধু’রাই এমন সন্দেহ প্রকাশ করায় নড়েচড়ে বসেছে দিল্লির দরবার। তৃতীয় দফার শেষে ভোটদানের যা লক্ষণ দেখা যাচ্ছে, তার জেরেই এই ইঙ্গিত নয় তো? আর এই সংশয়েরই প্রভাব পড়ছে শেয়ার বাজারে। একের পর এক সমীক্ষক ও বিশ্লেষকের ব্যাখ্যা, বিজেপির আসন কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তত রাজ্যগুলির ফিডব্যাক তেমনই। এতে কেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা? হয় কম আসনের দুর্বল সরকার, অথবা শাসক বদল। ফলে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। 
সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্যের গতিপ্রকৃতির পূর্বাভাস সবার আগে কে টের পায়? যে কোনও দেশের শেয়ার বাজার। নজিরবিহীন, রকেটের গতিতে উত্থানের পর আচমকা শেয়ার বাজারে কখন ধাক্কা লাগল? ঠিক ভোটপর্বের মাঝে। আভাস পাওয়া যাচ্ছিল কয়েকদিন ধরেই। কিন্তু তৃতীয় দফার পর বৃহস্পতিবার শেয়ার বাজারে রীতিমতো ধস নেমেছে। দিনভর কখনও ৮০০ পয়েন্ট, কখনও ৯০০ পয়েন্ট এবং অবশেষে হাজার পয়েন্টও নেমে গেল সেনসেক্স। একদিনেই সাড়ে ৬ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে লগ্নিকারীদের। এরই মধ্যে বিদেশি আর্থিক সংস্থাগুলি হঠাৎ ভারতের শেয়ার বাজারে লগ্নি করা অর্থ (এফআইআই) তুলে নিতে শুরু করেছে। বুধবারই সাড়ে ৬ হাজার কোটির বিদেশি লগ্নি প্রত্যাহার হয়েছে। আর তাতে আতঙ্ক আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালের তুলনায় পরপর তিনটি দফায় ভোটদানের হার কমে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে ফলাফল নিয়ে। অতীতে দেখা গিয়েছে, ভোটপর্বে শেয়ার বাজার যখনই নিম্নমুখী হয়েছে, তখনই পতন ঘটেছে শাসকের। তাই আতঙ্কিত বিজেপি। ভোটপর্ব শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদি যতটা আত্মবিশ্বাসী ছিলেন, এখন তিনি এবং তাঁর দল ততটাই টালমাটাল। ইন্ডিয়া এনএসই ভোলাটাইলিটি ইনডেক্সেরও ইঙ্গিত, আসন কমতে চলেছে বিজেপির। সেটা হলেও একক সংখ্যাগরিষ্ঠ সরকার কিছুতেই হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধীদের দাবি মতো যদি তা ২০০’র নীচে নেমে যায়? তৃতীয় ইনিংস কিন্তু স্বপ্নই থেকে যাবে।

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ