বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে নির্মলার সাক্ষাৎ নিয়ে বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জমি কেলেঙ্কারির অভিযোগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষনেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাঁচিতে সেনা এবং অন্যান্য জমি কেলেঙ্কারি কাণ্ডে জড়িত এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ নিয়ে জোর বিতর্কের মুখে পড়েছে পদ্ম শিবির। 
এদিন এক বণিকসভার অনুষ্ঠানের যোগ দিতে রাঁচি এসেছিলেন নির্মলা। অভিযোগ উঠেছে, সভাস্থলের কাছেই একটি হোটেলে তাঁর সঙ্গে দেখা করেন ব্যবসায়ী বিষ্ণু আগরওয়াল। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিও। কয়েকমাস আগে এই ব্যবসায়ীকেই অন্য একটি জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার করেছিল ইডি। পরে তিনি জামিনে ছাড়া পান। তাঁর সঙ্গে এদিন নির্মলার সাক্ষাৎ নির্বাচনী আবহে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের হাতে বড় হাতিয়ার তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই, এর বিরুদ্ধে সরব হয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। দলের মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন, তাহলে কি নির্বাচনের আগে ঝাড়খণ্ডে দাগি ব্যবসায়ীদের সঙ্গে কোনও ডিল করছে বিজেপি? যদিও বিষটিকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। তাঁদের দাবি, এই ঘটনা তুলে ধরে অকারণে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। 

10th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ