বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পাঁচ বছরে পুনের বিজেপি প্রার্থীর সম্পদ বেড়েছে ২,২৬১ শতাংশ! রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে

মুম্বই: মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি ৩২ লক্ষ ৪৪ হাজার ৪৮৩ টাকা।  পুনে আসনে বিজেপির লোকসভা প্রার্থী মুরলীধর মোহোল তাঁর হলফনামায় এমনই হিসেব দিয়েছেন। এটা নতুন কিছু নয়। কিন্তু আসল বিষয়টা হল গত পাঁচ বছরে এই প্রার্থীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২ হাজার ১৬১ শতাংশ। ২০২৪ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের সমস্ত আসনে অন্তত ১ হাজার ৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সবার মধ্যে সম্পত্তি বৃদ্ধির তালিকায় মোহোলের নাম একেবারে প্রথমে। তিনি ছাড়াও  এক্ষেত্রে প্রথম দশে রয়েছেন একনাথ সিন্ধে নেতৃত্বাধীন শিবসেনার প্রার্থী ভুমারায়ে আসারামও  তাঁর সম্পত্তি বেড়েছে ১৯০ শতাংশ। 
দি ইনফরমেশন ভোটার প্রোজেক্ট (আইভিপি)-এর রিপোর্ট বলছে,  গত পাঁচ বছরে বিজেপি প্রার্থীদের সম্পত্তি সবচেয়ে বেশি ৯৯ শতাংশ হারে বেড়েছে।  এছাড়া গেরুয়া শিবিরের প্রতিদ্বন্দ্বীদের সম্পত্তির গড় ১৯ কোটি ৭ লক্ষ টাকা। এরপরই রয়েছে শিবসেনা। তাদের প্রার্থীদের সম্পদ বৃদ্ধির হার ৭৪ শতাংশ।  গড়ে প্রার্থীদের সম্পত্তির পরিমাণ ৫৪ কোটি ৫ লক্ষ। 
এদিকে সাধারণ হিসেব বলছে, গত চার বছরে দেশের সাধারণ মানুষের গড়ে সম্পত্তি বেড়েছে ০.৭ শতাংশ। সেই হিসেবে এনডিএ প্রার্থীদের সম্পত্তি সাধারণ মানুষের থেকে গড়ে ২৬ শতাংশ বেড়েছে। 
এই রিপোর্টে এটা স্পষ্ট যে, বিজেপি দলের সদস্যদের সম্পত্তি বাড়ার হার অন্য দলের তুলনায় অনেকটাই বেশি। তবে এর পিছনে কী রহস্য সেই প্রশ্নই নানা মহলে ঘোরাফেরা করছে।  

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ