বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘ভোটের প্রচার মৌলিক অধিকার নয়’, কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে বলল ইডি

নয়াদিল্লি: ভোটের সময় প্রচার মৌলির অধিকার নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এই হলফনামা দিয়েছে ইডি। আজ, শুক্রবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে ইডির দাবি, আইন সকলের ক্ষেত্রে সমান। নির্বাচনী প্রচারে অংশ নেওয়া কারও মৌলিক, সাংবিধানিক বা আইনি অধিকার নয়।
মঙ্গলবারই জামিনের আবেদন জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। লোকসভা নির্বাচনে প্রচারের সুযোগ পেতেই তিনি এই আবেদন করেন। মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে। বিচারপতিরা বলেন, জামিন পেলেও তিনি কোনও সরকারি ফাইলে সই করতে পারবেন না। তবে, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি। শুক্রবার বেঞ্চের এই সংক্রান্ত নির্দেশ দেওয়ার কথা। তার আগেই ইডি এদিন কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে হলফনামা জমা দিয়েছে। তাদের যুক্তির সপক্ষে তোলা হয়েছে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিশোদিয়ার প্রসঙ্গ। ইডি বলেছে, সিশোদিয়ার জামিনের মামলায় আদালত বলেছিল, আইন রাজ্য সহ দেশের সব নাগরিক ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাই, এক্ষেত্রে কেজরিওয়ালও তার ব্যতিক্রম নন। ইডির আরও যুক্তি, গত পাঁচ বছরে ১২৩টি নির্বাচন হয়েছে। প্রচারের জন্য যদি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হতো, তাহলে কোনও রাজনীতিবিদকেই বিচারবিভাগীয় হেফাজতে রাখা যেত না।

10th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ