বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘গণছুটি’র জেরে বাতিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহু বিমান, জবাব তলব কেন্দ্রের

নয়াদিল্লি: রাতারাতি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে গেলেন প্রায় ৩০০ বিমানকর্মী। এর জেরে বুধবার কমপক্ষে ৯০টি আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এর জেরে বিপাকে পড়েছেন বহু বিমানযাত্রী। ইতিমধ্যে এবিষয়ে এই বেসরকারি বিমান সংস্থার কাছ থেকে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। একইসঙ্গে দ্রুত সমস্যা সমাধানের আর্জিও জানানো হয়েছে। হঠাৎ কেন এই গণছুটি? সূত্রের খবর, টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার পর থেকেই কর্মীদের মধ্যে অসন্তোষ অব্যাহত। নিয়োগ পদ্ধতি, বেতন থেকে শুরু করে আচমকা কর্মী ছাঁটাই— একাধিক ইস্যুতে অসন্তুষ্ট বিভিন্ন পদের কর্মীরা। এবিষয়ে টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনকে চিঠিও দিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মী সংগঠন। ‘গণছুটি’র সমাধানের পথ না পেয়ে কর্মীদের পাল্টা চিঠি পাঠিয়েছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিইও অলোক সিং।
এরইমধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্যা মেটাতে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছে কংগ্রেস। এই মর্মে সিন্ধিয়াকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই কর্মী সঙ্কটে ভুগছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অসুস্থতার কারণ দেখিয়ে আচমকা ছুটি নিয়েছেন প্রায় ৩০০ বিমানকর্মী। পর্যাপ্ত কর্মীর অভাবের জেরে বুধবার একাধিক আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান বাতিল করেছে কর্তৃপক্ষ। বিমান সংস্থার এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বহু বিমানযাত্রী। এদিন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদের। কিন্তু সেটিও বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর কটাক্ষ, ‘এই সংস্থা তুলেই দেওয়া উচিত।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে আচমকা ক্যাবিন ক্রুর একাংশ অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। পরিষেবার ব্যাঘাত ঘটায় যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। বাতিল হওয়া বিমানের যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিনের বিমানে টিকিট চাইলে তাও মিলবে।’

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ